চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
আসুন, একটু লক্ষ্য করি সামুর ব্লগ ব্যবহারের শর্তাবলীর দুটি পয়েন্টে।
৫ক.
আমরা আশা করবো যে, কোন পোস্টের মন্তব্য সেই পোস্টের লেখক নিজস্ব দায়িত্বেই নিয়ন্ত্রন করবেন। কর্তৃপক্ষ কোন সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া পর্যন্ত কোন পদক্ষেপ নিবেনা। আমরা আশা করবো ব্লগার নিজ দায়িত্বেই আপত্তিকর মন্তব্য মুছে ফেলবেন এবং মন্তব্যকারীকে ব্লক করবেন যাতে মন্তব্যকারী ব্লগার ভবিষ্যতে এরকম কোন আপত্তিকর মন্তব্য না করতে পারে ।
যতদিন পর্যন্ত রিপোর্ট এবিউজ বাটন সুবিধা না থাকছে, ততদিন “কোন সমস্যা” পাতায় গিয়ে অভিযোগ জানাতে অনুরোধ করা যাচ্ছে।
২ঘ.
অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারি । আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।
এখন প্রশ্ন হলো, কিছু ব্লগার যদি তার কোন পোস্টে কোন মন্তব্য গ্রহণ না করেন, তবে কি হবে? রুলস ৫ক এর সাথে ২ঘ এর বোল্ড করা একটা সংঘাত কি তৈরী হয়ে যায় না?
সাধারণত, এক শ্রেণীর কাপুরুষ ব্লগার এই কাজটি করে। ব্লগে মন্তব্য মডারেশন করার পরিস্কার পদ্ধতি সামুতে দেবার পরেও পোস্টে মন্তব্য করতে না দেওয়া অর্থ কি? তিনি কি চান না, তার লেখার বিপরীতে কেউ কিছু বলুক? নাকি, তিনি মন্তব্য করা প্রশ্ন নিয়ে ভয়ে থাকেন সঠিক উত্তর বা জবাব দিতে পারবে না বলে বা জানা নেই বলে।
সাধারণত, কপি পেস্ট জাতীয় পোস্ট বা অন্যের লেখা নিয়ে নিজের পোস্টে ব্যবহার যারা করে, তাদের এই সমস্যা থাকে।
সবারই বলার অধিকার আছে। তবে, তা একতরফাভাবে নিশ্চয়ই নয়। সামু'র 'কোন মন্তব্য নয়' অংশটির উপোযোগিতা নিয়ে প্রশ্ন উঠালাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।