আমাদের কথা খুঁজে নিন

   

চলো চলে যাই

কবিতায় মনের কথা

এই অবারিত শ্যামল সবুজ প্রান্ত থেকে চলো চলে যাই দূরে ---বহু দূরে। যেখানে আকাশের গান থেমে নেই, যেখানে প্রতিটি ভোর সূর্য্যের খুব কাছাকাছি। যেখানে নীল মেঘেরা তারাদের বীণা বাজায়, চলো চলে যাই দূরে---বহু দূরে গাংচিল কিম্বা লাল প্রজাপতির বেশে। অনন্ত সীমানা পেরিয়ে দূরের দেশে পাহাড় উপত্যকা - বরফের নদীর শেষে যেথায় ঘাসফড়িং রংয়ের আল্পনা আঁকে যেথায় বুনো হরিণেরা সুখের কথা বলে। চলো চলে যাই -- দূরে বহু দূরে, এই অন্যন্য একাকী অন্বেয়ায় নিয়মের সিড়ি ভেঙ্গে-বহমনতার বাঁধা ডিঙ্গিয়ে তুমি আর আমি যেনো ছায়া যেখানে তোমার আমার মাঝে তবু ,প্রেম আর ভাবাসার মায়া চলো চলে যাই দূরে --বহু দূরে...... এই অবারিত শ্যামল সবুজ প্রান্ত থেকে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।