আমাদের কথা খুঁজে নিন

   

হেপ্পি বাড্ডে দেকিল!

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

আজকে আরাফাত শান্তর জন্মদিন। ঘার তেরা সরল পোলা। গালি দিলেও হাসিমুখে হজম করে নেয়। তয় বেশি অভিমানী। ব্লগে এসে তার নাম হয়ে যায় দেকিল।

সে এক ইতিহাস। পোলাডা ছাত্র মোটামোটি ভালোই। এখনো ফার্স ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠতে পারে নাই। আগামী বছর পারবে আশা করতেছি। যাই হোক, জন্মদিন মোবারক হউক।

অনেক অনেক শুভকামনা রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।