আমাদের কথা খুঁজে নিন

   

কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (২য় পর্ব)

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

কতোরকম সফটওয়্যার আমরা ব্যবহার করি। এগুলোর অধিকাংশেরই নামকরণের পেছনে রয়েছে মজার মজার কিছু গল্প। এই পোস্টে তারই কয়েকটি তুলে ধরা হয়েছে। পুরো ব্যাপারটাই নিতান্তই শখের বশে করা......... ১. Intel: ইন্টেলের দুই সহপ্রতিষ্ঠাতা হলেন গর্ডন মুর (Gordon Moore) ও রবার্ট নয়েস (Robert Noyce)। প্রথমে তারা তাদের এই নতুন কোম্পানীটির নাম দিতে চেয়েছিলেন তাদের দু'জনের নামের সমন্বয়ে - Moore Noyce।

কিন্তু এটা শুনলে মনে হয় যেন বলা হচ্ছে More Noise (আরো আওয়াজ)। অতঃপর তারা এনএম ইলেক্ট্রনিক্স (NM Electronics) নামটি প্রায় এক বছর কাল যাবত ব্যবহার করেন। কিন্তু পরে সেটাও পরিবর্তন করে নাম রাখা হয় INTegrated ELectronics - ছোট করে Intel। কিন্তু তাতেও সামান্য সমস্যা ছিলো কারন Intel তৎকালীন সময়ে ছিলো একটি হোটেল গ্রুপের নাম। পরে চিপনির্মাতা প্রতিষ্ঠান Intel নামটির স্বত্ত্ব কিনে নেয়।

২. BenQ: BenQ হচ্ছে Bringing Enjoyment aNd Quality to life কথাটির সংক্ষিপ্ত রূপ। ৩. Maxell: Maxell হচ্ছে MAXimum capacity dry cELL কথাটির সংক্ষিপ্ত রূপ। Maxell এর শুরুটা ড্রাই সেল ব্যাটারি উৎপাদন দিয়েই। ৪. Wikipedia: হাওয়াইয়ান শব্দ Wiki এর অর্থ হচ্ছে Quick - অর্থাৎ কিনা দ্রুত। WikiWikiWeb ছিলো প্রথম Wiki ঘরানার ওয়েবসাইট।

১৯৯৪ সালে ওয়ার্ড কানিংহাম (Ward Cunningham) এর সূচনা করেন। তাই একে Wards Wiki ও বলা হয়ে থাকে। ওয়ার্ড কানিংহাম যখন হাওয়াই এর রাজধানী হনলুলুতে বেড়াতে গিয়েছিলেন, তার খেয়াল আছে তখন হনলুলু আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টারে বসে থাকা এক কর্মচারী Wiki Wiki Shuttle বাস সার্ভিসটি ব্যবহার করতে বলেছিলেন। Wiki Wiki Shuttle বাস Wiki Wiki অর্থ দাঁড়ায় Very Quick। আর এখান থেকেই কানিংহাম এই Wiki শব্দটির সন্ধান পেয়েছিলেন।

কানিংহাম প্রজেক্টের জন্য Wiki শব্দটি ব্যবহার করেছিলেন Wiki সার্ভিস এর দ্রুততার সাথে তথ্য আদান-প্রদান ও সম্পাদনার সুবিধার সামন্ঞ্জস্যপূর্ণ বলে। Wikipedia নামটির উদ্ভব এই Wiki শব্দ ও Encyclopedia শব্দ দু'টির সমন্বয়ে। ৫. HP: এর পূর্ণরূপ হচ্ছে Hewlett-Packard যা এসেছে প্রতিষ্ঠানটির দুই সহপ্রতিষ্ঠাতা উইলিয়াম বিল হিউলিট (William Bill Hewlett) ও ডেভিড প্যাকার্ড (David Packard) এর নাম থেকে। ৬০' এর দশকে HP একটি পৃথক ক্ষুদ্র প্রতিষ্ঠান গঠন করে যার নাম দেয়া হয় Dynec। Dynec নামটির উৎস ছিলো HP এর লোগোটি।

HP এর লোগোটি হচ্ছে ছোট অক্ষরে hp লেখা। এক উল্টে দিলে পাওয়া যায় dy। ৬. Windows 7: মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের তালিকায় সর্বশেষ সংযোজন হলো Windows 7 যা এখন বেটা পর্যায়ে আছে। অনেকেরই একটি জিজ্ঞাসা হচ্ছে Windows 7 নামটির পেছনে কি কারন? এর কারন হলো মাইক্রোসফটের প্রতিটি অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট Build Version থাকে। যেমন: ১৯৮৫ সালের নভেম্বরে Windows 1.01 রিলিজ করা হয়েছিলো, ১৯৮৭ সালের নভেম্বরে রিলিজ হয়েছিলো Windows 2.03।

মে, ১৯৯০তে রিলিজ পায় Windows 3.0। ১৯৯৫ সালের আগস্টে Windows 95 এর আগমনের মধ্য দিয়ে মাইক্রোসফট তার অপারেটিং সিস্টেমের Build Version কে 4.0 তে উন্নীত করে। Windows 95 থেকে শুরু করে Windows NT 4.0, Windows 98, Windows 2000, Windows Me পর্যন্ত সব কয়টি অপারেটিং সিস্টেমেই Version 4.0 এর বিভিন্ন Build বিদ্যমান থাকে। ২০০১ এর অক্টেবরে Windows XP এর আগমনের মধ্য দিয়ে Build Version 5 এ উন্নীত হয়। এরপর আসে Windows Vista, ভার্শন উন্নীত হয় 6 এ।

এবং তারই ধারাবাহিকতায় আসে Windows 7। Windows 7 নামটার মধ্যে চমক আছে কেননা Windows NT 4.0 এর পর এই প্রথম মাইক্রোসফট তাদের কোন অপারেটিং সিস্টেমের নামকরনে Version এর নামকে ব্যবহার করেছে। তবে মজার ব্যাপার হলো, Windows 7 এর Beta এর Build Version এখনো 6.1, অর্থাৎ 7 এ উন্নীত করা হয়নি। তবে Beta থেকে ফুল ভার্শনে উন্নীত হলে এর Build Version নম্বরও উন্নীত হবে বলে আশা করা যায়। আগের পর্ব: কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (১ম পর্ব) কৃতজ্ঞতা: এই পোস্টের সকল বহির্গামী লিংক উইকিপিডিয়া থেকে প্রাপ্ত।

এই পোস্টে উপস্থাপিত তথ্যাবলীর অধিকাংশ উইকিপিডিয়া ও গুগল সার্চ থেকে প্রাপ্ত কিছু সাইট থেকে নেয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।