আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
তুমি যাকে মৃত্যু বলো,
তুমি যাকে বলো শেষ, সমূল পতন;
আমি তার গভীরে বিশ্বাসী;
বারুদের চোখ দেখে বলি,
"এইসব মৃত্যু কোন শেষ নয়, সব নয়,
এইসব মৃত্যু থেকে শুরু হয় আমাদের সূর্য্যময় পথ"।
(ওপরের কবিতাটা কার সেটা মনে নেই, তবে খুব মনে ধরে!)
বন্ধু, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে শ্লোগানে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।