আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আমার বর্ষপূর্তি

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

ব্লগার পরিসংখ্যানের হিসেব মতে ব্লগ লিখেছি এক বছর এক সপ্তাহ। ব্লগে একটি বছর কাটিয়েছি অথচ বর্ষপূর্তি নিয়ে লিখব না সেটা কি হয়? ঢোল পিটিয়ে বলার মতো কিছু না তারপরও বর্ষপূর্তি নিয়ে কিছু একটা লিখব ভেবে রেখেছিলাম। কিন্তু কি লিখব সেটা গত দুসপ্তাহ ভেবে কোন সমাধানে আসতে পারিনি। এমতাবস্থায় প্রিয়াকে চিঠি লিখতে হলে বরং 'কি লিখি তোমায়' গানটার সিডি কিনে পাঠিয়ে দিতাম।

তো প্রিয়া যখন নেই প্রিয়ার কাছে লেখার ঝামেলা ও নেই, তাছাড়া ডিজুস মোবাইলের যুগে চিঠি লেখালেখির কথাই বা কেন ভাবছি, আমি বরং সবার মতো করেই কিভাবে এখানে আসা হয়েছিল আপাতত সেটা দিয়েই শুরু করি। সামহোয়্যারইন ব্লগের খবর দিয়েছিল আমার এক বন্ধু তাশফিন। সেটা ব্লগের একদম শুরুর দিকের কথা। সেদিনই ব্লগে ঢু মেরেছিলাম কিন্তু কিভাবে বাংলায় লিখতে পারব সেটা বের করতে পারছিলাম না। সবকিছু হিজিবিজি হিজিবিজি লাগছিল।

ঐ দিনের পর আমি আর এখানে আসিনি। তাছাড়া সত্যি কথা বলতে কি তখন ব্লগ ও আমাকে তেমন টানেনি। তারপর, ২০০৭ এর শেষের দিকের কথা। আমার টুকটাক লেখার অভ্যাস আছে দেখে আমার আরেক বন্ধু আমাকে ব্লগে লিখতে বলে। জানুয়ারীতে পরীক্ষা শেষে হাতে মেলা অবসর সময় আছে দেখে ব্লগে নাম রেজিষ্টার করে কিভাবে লেখা যায় সেটা বুঝার চেষ্টা করি।

তারপর মাউস দিয়ে (ভার্চুয়াল) একটা একটা করে অক্ষর টুকতে থাকি। তিন কি চার ঘন্টায় যখন দেখে দেখে একটা পুরনো কবিতা টাইপ করা হলো ততক্ষণে হাতের আঙুলের 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা হলেও বাংলা লিখতে পারছি দেখে অনেক খুশি হয়েছিলাম। পোষ্ট করুন বাটনে ক্লিক করে পোষ্ট করে দিলাম। তারপর অনেক কষ্টে লেখা পোষ্ট প্রথম পাতায় দেখে বিশ্বাস করুন মিছিল করার সাধ হয়েছিল। কিন্তু লেখা কেউ পড়ে না দেখে মিছিল করব কি উল্টো মেজাজ খারাপ হয়েছিল।

তখন রাজাকারবিরোধী আন্দোলনে ব্লগ সরগরম। জামায়াতী গুটিকয়েক ব্লগার ছাড়া সবাই কলম বিরতিতে আছে। আমি পোষ্ট দেওয়ার পরে দু একজন এসে আমাকে কলম বিরতিতে যেতে বললে মনটা খারাপ হয়ে গেল। নতুন ব্লগ লিখতে শিখেছি মাত্র, শুধু লিখতে ইচ্ছে করছিল। এখন কলম বিরতিতে যাব মানে? এটা হতেই পারে না।

তারপরও 'রাজাকার ও কিছু কথা' একটা পোষ্ট দিয়ে কলম বিরতিতে গেলাম, যে পোষ্টে পাঁচটা জামায়াতী মাইনাস খেয়েছিলাম। পরে ব্লগ শান্ত হলে আবার লেখা শুরু করি। সবকাজ ছেড়ে ছুড়ে, নাওয়া খাওয়া বাদ দিয়ে আমি শুধু ব্লগ লিখছি। এমনকি একেকটা দিন তিনটা চারটা পোষ্ট ও দিয়েছিলাম। একদিন পরপর দুটো পোষ্ট দিয়ে কেউ একজনের ঝাড়ি খেয়েছিলাম।

শুরুর দিকে কেউ পোষ্ট পড়তে চাইত না। তখন ফারহান দাউদ, মেহরাব শাহরিয়ার, একরামুল হক শামীম, সাজিপু, মানুষ,বিবর্তনবাদী, চিটিআপু, নিবেদীতা আপু, সিহাব চৌধুরী, আরিফ জেবতিক ভাই, রাগিব ভাই, বিহংগ, বিষাক্ত মানুষ, নরাধম, আবদুর রাজ্জাক শিপন ভাই সহ আরো অনেকের পোষ্টে অনেকগুলো প্লাস আর কমেন্ট দেখে খুব ঈর্ষা হতো(সেটা অবশ্য এখনো হয়)। তবে, আর কেউ পড়ুক না পড়ুক রাশেদ ভাইকে নিয়মিত পাঠক হিসেবে পেতাম। তিনি অন্তত 'হুমম'টুকু বলে যেতেন। ধীরে ধীরে আমি অনেকের সাথে পরিচিত হই।

আমি প্রথমে ভেবেছিলাম ব্লগে মানুষ কি আর এমন হাতি ঘোড়া লিখবে। কিন্তু একটার পর একটা পোষ্ট পড়ে আমার ভুল বুঝতে পারি। সত্যি বলতে কি এখানে সিরিয়াস লেখালেখি ও হয় সেটার ধারণা আমার ছিল না। আকাশচুরি, মোস্তাফিজ রিপন ভাইদের গল্প পড়ে আমি মাঝে মাঝে থমকে যায়। এ দুজনই যে শুধু চমৎকার লিখেন তা কিন্তু নয়, এখানে কতজন যে আমার প্রিয় ব্লগার আছেন সেটা বলে শেষ করা যাবে না।

অনেক ভালো লেখকের লেখা হয়তো আমি পড়িও নাই। তাই গুটিকয়েক নাম উল্লেখ করলে সেটা অন্যায় হয়ে যাবে। ফেসবুক কিংবা অন্য কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমার যেতে ইচ্ছে করে না। ডিজুস জেনারেশন এ কথা শুনলে আমাকে আনস্মার্ট খ্যাত বলবে কোন সন্দেহ নেই। কিন্তু মেয়ে ছেলের কিংবা ছেলেরা মেয়েদের ছবি দেখাদেখি করবে এটা আমার কাছে স্রেফ সময়ের অপচয় মনে হয়।

লেখালেখির অভ্যেস আমার অনেক ছোটবেলা থেকেই। এখানে আসার পূর্বে দু একটি পত্রিকায় আমার লেখা ছাপা হতো। কিন্তু এখন আর পত্রিকায় লিখতে ইচ্ছে হয় না। 'ডেইলী ষ্টার' এ অনেক শর্ত মেনে লিখতে হতো, যেটা আমার ভালো লাগে নি। এই একটা কারণে আমার ব্লগে লিখতে ভালো লাগে, নিজের মতো করে লিখতে পারছি।

আপাপত ব্লগেই না হয় লিখে যায়। আমার লেখার হাত খুব একটা ভালো না এতে নিজের মনেও কোন সন্দেহ নেই। তারপরও সবার অনুপ্রেরণা আমাকে লিখতে সাহস যোগায়, মাঝে মাঝে অতিসাহসী হয়ে দু একটা গল্প/ কবিতা লিখি। ইদানীংকালে বাংলা ব্লগ অনেক জনপ্রিয় হয়ে উঠছে, যেটা ইতিবাচক। মেইনষ্ট্রিম পত্রপত্রিকা যেভাবে টিকাদারী কাজের মতো রাজনৈতিক দলের দখলে চলে যাচ্ছে কিংবা দালালী করছে, ব্লগ সেখানে সত্য তুলে ধরতে সক্ষম হচ্ছে(এতোদিন দেখে যেটা মনে হয়েছে)।

আশা করি ভবিষ্যতে আরো বেশি বেশি সত্যকে তুলে ধরবে। এখন পর্যন্ত অনেকে আমার ছাইপাশ লেখাগুলো পড়েছেন, উৎসাহিত করেছেন। অনেক চমৎকার লেখককে বন্ধু হিসেবে পেয়েছি। যাদের অনেকের সাথে ফোনে কথা হয়, কারো কারো সাথে মেইল আদান প্রদান হয়। আবার কারো সাথে ব্লগে কথা হয়।

গত একবছরে আমি এখানে এসে অনেক কিছু শিখেছি, জেনেছি। তোমাদের/আপনাদের মতো চমৎকার সব বন্ধুদের অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকো/থাকুন। (আমি আজকে চামে লন্ডনের বাইরে যাচ্ছি। এসে কোথায় ঘুরাঘুরি করলাম সেটা নিয়ে একটা পোষ্ট দিমু নে।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.