মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর !
সনি এক্সপেরিয়া জেড ওয়ান (Z1) বাজারে ছাড়ার ঘোষণা দেবার প্রথম দিনই হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্বে। আগে থেকেই এই ফোন সম্পর্কে না গুজব শোনা যাচ্ছিল।
এর ফিচারগুলো নিয়ে মানুষের গুজব আর কৌতূহলের শেষ ছিল না। সবকিছুর অবসান ঘটিয়ে গতকাল ৫ সেপ্টেম্বর সনি ঘোষণা দেয় চলতি মাসেই তারা তাদের এই এক্সপেরিয়া জেড ওয়ান হ্যান্ডসেট বাজারে আনছে।
আকর্ষণ করার মতো খবর হল এই ফোনের ক্যামেরা আর এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। জেড ওয়ান এর সবথেকে আকর্ষণীয় ফিচার হল এর ক্যামেরা। আগে থেকেই যে তথ্যটি ফাঁস হয়ে এসেছিল তা সত্যিই থাকছে এই ফোনে।
তা হল এর ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে আছে এক্সমর আরএস সেন্সর। সনি তাদের জেড ওয়ান স্পোর্টস জি লেন্স ব্রান্ডিং করছে যা কিনা ২৭ এমএম ওয়াইড এঙ্গেল, জেনেরাস এফ টু অ্যাপেচার, মোবাইল আইএসপি এর জন্য বায়োনজ সমৃদ্ধ। সনি তাদের কথা রেখেছে বিশ্বের নেতৃস্থানীয় স্মার্টফোনের জগতে। এই ফোনে আরও থাকছে স্পোর্টস ডেডিকেটেড ক্যামেরা কি উইথ ইন্সট্যান্ট স্লিপ টু স্ন্যাপ টাইমস যার ফলে আপনি আপনার স্মরণীয় মুহূর্তগুলো কখনো মিস করবেন না।
এতে থাকছে থ্রিএক্স ক্লিয়ার জুম যা কিনা নকিয়া ৮০৮ পিওরভিউ বা লুমিয়া ১০২০ এর সমতুল্য।
৮.৫ মিলিমিটারের পাতলা অ্যান্ডয়েড স্মার্টফোন এ থাকছে এলুমুনিয়াম এর ফ্রেম, অমনিব্যাল্যান্স ডিজাইন আর ক্যাচিটেম্পারড গ্লাস। কালো, সাদা আর বেগুনি এই তিন কালারে পাওয়া যাবে সনি এক্সপেরিয়া জেড ওয়ান। ও হ্যাঁ আর এটা কিন্তু সনি এক্সপেরিয়া জেড এর থেকেও অধিক সময় পর্যন্ত পানিরোধী যা কিনা আইপি ৫৮ সার্টিফিকেশন প্রাপ্ত।
এক নজরে সনি এক্সপেরিয়া জেড ওয়ানঃ
DESIGN
• Device type: Smart phone
• OS: Android (4.2.2)
• Dimensions: 5.69 x 2.91 x 0.33 inches (144.4 x 73.9 x 8.5 mm)
• Weight: 6.00 oz (170 g)
the average is 4.4 oz (127 g)
• Rugged: Water (Water), Dust proof IP certified: IP 58
DISPLAY
• Physical size: 5.0 inches
• Resolution: 1080 x 1920 pixels
• Pixel density: 441 ppi
• Technology: TFT
• Colors: 16 777 216
• Touchscreen: Multi-touch
• Features: Light sensor, Proximity sensor
BATTERY
• Talk time: 13.83 hours
the average is 11 h (650 min)
• Stand-by time: 36.7 days (880 hours)
the average is 18 days (444 h)
• Talk time (3G): 15.00 hours
the average is 10 h (582 min)
• Stand-by time (3G): 35.4 days (850 hours)
the average is 24 days (564 h)
• Stand-by time (4G): 31.7 days (760 hours)
the average is 13 days (300 h)
• Capacity: 3000 mAh
HARDWARE
• System chip: Qualcomm Snapdragon 800 MSM8974
• Processor: Quad core, 2200 MHz, Krait 400
• Graphics processor: Adreno 330
• System memory: 2048 MB RAM
• Built-in storage: 16 GB
• Storage expansion: microSD, microSDHC, microSDXC up to 64 GB
CAMERA
• Camera: 20.7 megapixels
o Flash: LED
o Aperture size: F2.0
o Features: Back-illuminated sensor (BSI), Auto focus, Touch to focus, Digital image stabilization, Face detection, Smile detection, White balance presets, Burst mode, Digital zoom, Geo tagging, High Dynamic Range mode (HDR), Panorama, Scenes, Self-timer
• Camcorder: 1920x1080 (1080p HD)
o Features:
Digital image stabilization, Continuous autofocus, High Dynamic Range mode (HDR), Video light
• Front-facing camera: 2 megapixels
MULTIMEDIA
• Music player:
o Filter by:
Album, Artist, Playlists
o Features:
Album art cover, Background playback, Music recognition, Custom equalizer
• Radio: FM, Stereo, RDS
• Speakers: Earpiece, Loudspeaker
• YouTube player: Yes
INTERNET BROWSING
• Built-in online services support: YouTube (upload), Picasa
TECHNOLOGY
• GSM: 850, 900, 1800, 1900 MHz
• UMTS: 850, 900, 1700/2100, 1900, 2100 MHz
• LTE: 800 MHz, 850 MHz, 900 MHz, 1700/2100 MHz, 1800 MHz, 1900 MHz, 2100 MHz, 2600 MHz
• Data: LTE Cat4 Downlink 150 Mbit/s, LTE Cat3/4 Uplink 50 Mbit/s, HSDPA+ (4G) 42.2 Mbit/s, HSUPA 5.76 Mbit/s, UMTS, EDGE, GPRS
• Positioning: GPS, A-GPS, Glonass
• Navigation: Turn-by-turn navigation
specifications continue after the ad
CONNECTIVITY
• Bluetooth: 4.0
• Wi-Fi: 802.11 a, b, g, n, n 5GHz, ac Mobile hotspot: Yes
• USB: USB 2.0
Connector: microUSB
o Features: Mass storage device, USB charging
• Other: NFC, DLNA, Tethering, Computer sync, OTA sync
OTHER FEATURES
• Notifications:
o Haptic feedback, Music ringtones (MP3), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
• Sensors: Accelerometer, Compass
• Voice dialing, Voice commands, Voice recording
এর মূল্য সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি সনি।
আশা করা যাচ্ছে এ মাসেই হাতে পাওয়া যাবে সনির এ সর্বাধুনিক হ্যান্ডসেটটি। তো আপনি তৈরি তো নতুন এই হ্যান্ডসেট ব্যাবহার করার জন্য?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।