গাজায় ফসফরাস বোমা মারছে ইজরায়েলের ইহুদীরা। শিশুর লাশ পড়ছে। মাননীয় বুশ ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশে। তার চোখে মুখে কোন উদ্বিগ্নতা নেই। এটাই তার শেষ ভাষণ ! জাতিকে গেল ৮ বছর কি দিলেন, তার ফিরিস্তি ।
সবই তার ভন্ডামির পক্ষে সাফাই। কি এক জঘন্য ভয়াবহতায় কাঁপছে বিশ্ব।
জাতিসংঘের ভূমিকা সন্তোষজনক নয়। তারা কড়া প্রতিবাদ করলে এই
রক্তপাত থামানো যেতো বেশ আগেই । আমার জাতিসংঘ সনদটি দেখতে
খুব ইচ্ছে করছে।
জানতে ইচ্ছা করছে আনবিক বোমার ব্যাখ্যা কি ?
বান কি মুন এর কাছে প্রশ্ন রাখতে চাইছি , মাননীয় মহাসচিব, ফসফরাস
বোমা কি আণবিক বোমার অংশ নয় ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।