আমাদের কথা খুঁজে নিন

   

ঢিলাকুলুপঃ মরুভুমির সেকেলে একটি ব্যবস্থা

লড়াই করে জিততে চাই

ঢিলাকুলুপ সম্পর্কে মাওলানা ভাসানীর বিখ্যাত একটা উক্তি শুনেছিলাম। মাওলানা ভাসানী বলেছিলেন, আরবের মানুষ খাইতো খেজুর আবার তাতে পানিও খাইতো খুবই কম। পানির অভাব প্রকট ছিল সেখানে। ফলে খেজুরের মতো শুকনা খাবার আর পানি স্বল্পতার কারণে তাদের পায়খানা হইতো অনেকটা ছাগলের ল্যাদির মতো বড়ি বড়ি। তাই ঢিলাকুলুপ তখনকার আরবের মানুষের জন্য ছিল পারফেক্ট।

তাছাড়া খাওয়ার পানির প্রচন্ড সংকট তো তাদের ছিলই! টয়লেটে ব্যবহার করার পানি যোগানো ছিল আরো কঠিন ও ব্যয়বহুল! তাই ঢিলাকুলুপ প্রথার জন্ম। ঢিলাকুলুপ পদ্ধতি প্রচলনের সময় বাংলাদেশের মানুষের দিকে মোটেও নজর দেয়া হয় নি। বাংলাদেশের মানুষ খায় থাল ভরে ভাত আর সাথে কলাই শাকসহ নানা ধরণের শাকপাতা, সাথে একাধিক গ্লাস পানি। ফলে পায়খানাও করে পরিমাণে অনেক বেশি। ঢিলাকুলুপে কাজ হয় না মোটেও! ধুইতে গেলে লাগে বালতি ভরা পানি।

আর নদী-খালের বাংলাদেশে ঢিলাকুলুপের চিন্তাইবা কেন?? এখন দিন বদলেছে! আরবের মানুষের খাবারেও পরিবর্তন এসেছে, পানির সংকটও অনেকটা দুর হয়েছে বিজ্ঞানের উপর ভর করে। কিন্তু ঢিলাকুলুপের তরিকার বদল হয়নি এখনও। আরবেও চলছে, নদী-খালের বাংলাদেশেও! চলছে তো চলছেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.