আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! আমার পূর্ববর্তী একটি পোষ্ট "বিবেকের কাছে প্রশ্ন"-তে কমেন্টে-
Arif নামের একজন বলেছেন:
লেখক যেহেতু নবীর সুন্নত নিয়ে কথা বলল, তাহলে দেখি,
ডেসটিনি করা হালাল না হারাম ? ইসলাম কি বলে !!
Click This Link
***আমি এই লিঙ্কে ভিজিট করে কিছু অসংগতি খুজে পেলাম! প্রথম তথ্যটাই যদি ভুল হয় তাহলে তার ওপর ভিত্তি করে পরের সব যুক্তিগুলোই ভুল হবে! আমি কয়েকটি পয়েন্টের অসংগতি নিচে তুলে ধরছি-
১। ওখানে বলা হয়েছে- "যেসব দেশে এ ব্যবসা প্রচলিত রয়েছে সেখানে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো আইন না থাকায় তা এখনও চালু রয়েছে। "
- কথা হচ্ছে ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর যেসব দেশে এম,এল,এম ব্যবসা পরিচালিত হয় প্রায় সকল দেশেই এর সুনির্দিষ্ট নীতিমালা আছে! আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এমনকি মুসলিম প্রধান দেশ মালয়শীয়াতেও এটি রাষ্ট্রিয় ভাবে বৈধ! গুগল-এ সার্চ দিলেই এ তথ্য পাওয়া যায়! তবুও আমি জাস্ট একটা লিঙ্ক ও ঐ ওয়েব সাইটের প্রথম কিছু লাইন কপি করে দিলাম-
Click This Link
"...Government has always encourages its growth and a positive recognition to MLM industry. The enactment of Direct Sales Act that accords legal protection to MLM companies, together with license application and approval processes represent the significant of this industry to the government...."
২। তাদের আরেকটি বক্তব্য- এখানে একজনের কমিশন অন্যজনকে দেয়া হয়! (শিক্ষকের উদাহরন দিয়ে বোঝানো হয়েছে- এটা হালাল নয়)
কিন্তু বাস্তবতা- এটা শিক্ষকের উদাহরনের সাথে যায় না। বরং বর্তমানে পৃথীবির সকল "সেলস"-এর ক্ষেত্রেই সিনিয়র সেলস ম্যানরা তার সেলস-টীমের জুনিয়রদের কাজের ওপর কমিশন পায় এবং তা শরিয়াত ও রাষ্ট্র স্বীকৃত!
৩।
"ডান-বাম না মিললে কোন কমিশন পাওয়া যায় না"- বলে যে দাবী করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা! কারণ ডেসটিনিতে মাত্র ৫ পিভির কোন পন্য বিক্রি করলেও (এইচ,পি,ডি) কমিশন পাওয়া যায়!
৪। "ডিস্ট্রিবিউটর হতে হলে আগে পণ্য ক্রয় করতে হয়"- এরূপ শর্ত নাকি ইসলামে হারাম!
বুঝলাম না! পৃথীবির কোন বৈধ কোম্পানি বিনা পন্য ক্রয়ে "ডিস্ট্রিবিউটরশিপ" দেয়! তাহলে সারা পৃথীবির সব ব্যবসাই হারাম!
তবে হ্যাঁ কর্মি নিয়োগের ক্ষেত্রে এরূপ শর্ত হারাম হতে পারে! সেক্ষেত্রে জানা প্রয়োজন- ডেসটিনির (২৫০০+) স্টাফ নিয়োগে এরূপ কোন শর্ত নেই। আর ৪৫লাখ লোক স্টাফ না- শুধুই ডিস্ট্রিবিউটর!
৫। "ডাউন লাইনে কেউ কাজ না করলে কমিশন পাওয়া যায় না" সুতরাং এটা হারাম! (নিজেই নিজের যুক্তি খন্ডন!)
যাহোক- তথ্যটি সত্য নয়। যে কেউ পার্সোনাল সেল করলেই কমিশন পায়, ডাউন লাইনের প্রয়োজন নেই!
৬।
গাছের ব্যপারে প্রতারণার সম্ভাবনার কথা বলা হয়েছে!
এটা সুস্পষ্ট করে আলোচনা করা হয়েছে এবং আদালত ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বৈধভাবেই এটা করা হয়েছে! (সেটা সরকারের স্থানিয় তদন্তেও একাধিকবার প্রমানিত হয়েছে!)
৭। ওখানে "কমিশনের আশায় পণ্য কেনা"কে সুদ সাদৃশ্য তুলনা করা হয়েছে! আমার মনে হয় সেটা ব্যক্তির নিজের সমস্যা! কোম্পানি তাকে সুবিধাটুকু দেখিয়েছে- লোভ নয়!
৮। বলা হয়েছে- "এখানে অনেক ব্যক্তিকে লাভ দিতে হয় তাই চড়া দামে পণ্য বি্ক্রি করতে হয়"!
কথাটা কল্পনা প্রসূত- কারণ, যে পরিমান বিক্রি- তার লভ্যাংশ থেকেই কমিশন দেয়!
উদাহরণ দিয়েছে- ৬০০০টাকার নাইজেলায় ২৭৭৫/- লাভ করা হয়!
আমি যদি বলি- ১ বোতল মিনারেল ওয়াটার (৫০০মিলি) এর দাম ১৫/- যার উৎপাদন খরচ সর্বোচ্চ ২/৩টাকা! কে বেশী লাভ করে?
পানি ওয়ালা না নাইজেলা ওয়ালা?
পানি বিক্রি তবুও হালাল আর নাইজেলা হারাম???
সর্বোপরি উক্ত লিঙ্কে ফতোয়া দানকারী ব্যক্তির ব্যাপারে আমার মন্তব্য হলো- উনি এম,এল,এম বলতে ডেসটিনির সাথে আরো অনেক কোম্পানিকে জড়িয়ে ফেলেছেন!
এক্ষেত্রে মনে রাখা দরকার- কেউ যদি চাল বিক্রি করার সময় ওজনে কম দেয় তাহলে "ঐ চাল বিক্রেতার চাল বিক্রি করা" টা হারাম হবে।
তাই বলে পুরো চালের ব্যবসাটাই কিন্তু হারাম নয়!
তাই পুরো এম,এল,এম কে গড়পড়তায় এক পালায় না মেপে স্পেসিফিক ভাবে ডেসটিনির কার্যক্রমের কোন অংশ হারাম বা অবৈধ কিনা তা খতিয়ে দেখা দরকার! আর সে ক্ষেত্রে অবশ্যই প্রকৃত তথ্য নিয়ে মূল্যায়ন করতে হবে! তা না হলে আজ সারা পৃথীবি জুড়ে গুটিকয়েক মুসলিম জঙ্গী সংগঠনকে পুজি করে পুরো মুসলিম জাতিকেই যেভাবে "সন্ত্রাসী" আখ্যা দিয়ে হেয় করা হচ্ছে, তেমনি এম,এল,এম-এর মত একটা বিরাট ইন্ডাস্ট্রিকেও ভুল ভাবে ব্যাখ্যা করে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ক্ষতি সাধনের সম্ভাবণা তৈরি হবে! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।