আমাদের কথা খুঁজে নিন

   

মাংসাশী নরাধমদের আমরা শোনাচ্ছি বিবেকের কথা

পরে

খুব অসহায় লাগছে। কিছুক্ষণ আগে একটা ওয়েবসাইট থেকে জানতে পারলাম গাজায় অবস্থিত জাতিসংঘের একটা রিলিফ গ্রুপের খাদ্যগুদামে ইজরায়েল বোমা ফেলেছে। এখানে কয়েক হাজার টন খাবার জমা করে রাখা হয়েছিল, যুদ্ধবিধ্বস্ত গাজার মানবেতর জীবন কাটানো মানুষগুলোর মধ্যে বিলি করার জন্য। তার চেয়ে বড় কথা এই খাদ্যগুদামটা জাতিসংঘের হওয়ায় প্রায় সাতশ’ ফিলিস্তিনি এখানে ঠাঁই নিয়েছিল ইজরায়েলি বোমা থেকে নিজেদের বাঁচানোর জন্য। তারা ভেবেছিল ইজরায়েল আর যাই করুক, জাতিসংঘকে ছাড় দেবে।

কিন্তু জাতিসংঘকে পরোয়া করার জন্য ইজরায়েলের যে টাইম নাই, ইজরায়েল তা আক্ষরিকভাবেই বুঝিয়ে দিল। এবং এই আক্রমণ হলো এমন এক সময়ে যখন বান কি মুন সাহেব ইজরায়েলে এসেছেন, কাকুতি-মিনতি করে যদি তাদেরকে একটু দমিয়ে রাখা যায়। কিন্তু কীসের কী! তবে মজার ব্যাপার হলো বান কি মুন এই খাদ্যগুদামে বোমা ফেলার ঘটনায় ‘তীব্র উষ্মা’ প্রকাশ করেছেন, আর ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এহুদ বরাক একে বলেছেন ‘বিশাল ভুল’! কিছুদিন আগে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক লো ক্লেজিওর নোবেল বক্তৃতা অনুবাদ করেছিলাম। ক্লেজিও বলেছিলেন, সেসময় ইন্টারনেট থাকলে হিটলারের পক্ষে হয়তো এত বড়মাত্রায় ইহুদিনিধন সম্ভব হতো না। কারণ নেটের মাধ্যমে ছড়িয়ে পড়া মানুষের বিদ্রুপ, প্রতিবাদ, সম্মিলিত ঘেন্না হিটলারকে নিবৃত করত।

কথাটা খুব মনে ধরেছিল। ভেবেছিলাম, সত্যিই তো, সজাগ মানুষের চিৎকার কত শক্তিশালী! সুতীব্র মতপ্রকাশ রুদ্ধ করে দিতে পারে যেকোনো হিমশীতল নরঘাতী পরিকল্পনা। কিন্তু কীসের কী। ফেসবুকে এত মানুষ এত কিছু বলছে, ব্লগে লিখে লিখে এত মানুষ এত মর্মিতা জানালো, এত ক্ষোভ, এত আর্তি, এত মিনতি, এত প্রতিবাদ - তারপরও তো কোনো ফল নাই। রবিনসন ক্রুসোর দ্বীপটার গল্প মনে পড়ে।

জন হান্টারের শিকারের বইয়ে পড়া আফ্রিকার বুনো গোষ্ঠীগুলোর ছবি চোখে ভাসে। ফলমূল, পশুপাখি - খাদ্যের অবাধ উৎস থাকার পরও এদের ফেভারিক খাবার ছিল মানুষের মাংস। বিহ্বল নারী, ক্লিষ্ট বৃদ্ধা আর নরোম শিশুদের লবণাক্ত মাংস...এই মাংসাশী নরাধমদের আমরা শোনাচ্ছি বিবেকী কথা ...অসহায় লাগছে...বড় বেশি অসহায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।