সবাই ভাল থাকুন।
এখন এফ এম রেডিওর যুগে আমরা নতুন গানগুলো তারাতারিই শুনতে পাচ্ছি। মুলত আমি খালি গান শুনার জন্যই এফ এম শুনি। যদি কোন গান ভাল লেগে যায় তারাতারি মোবাইলে টুডু লিস্টে সেট করে নিই মনে করে ডাউনলোড করার জন্য। কিন্তু সমস্যা হল প্রায়ই গানগুলার নাম ঠিক মত জানি না।
যার ফলে নেটে ঠিক মত সার্চ করে পাওয়া যায়না। ভুল নামে সার্চ করার ফলে দেখা যায় আরেকটা গান ডাউনলোড হয়ে গেছে। বিরক্তিকর। ওইদিন এক দোস্তর সাথে আজাইরা টাইম পাস করতে করতে মেট্রো শপিং মলে গেলাম। বেটা আবার আমাদের অনেক সহ ব্লগারের মতই মুভি ফ্রিক।
তার এক পরিচিত সিডি শপে গেলাম নতুন কি আসলো দেখার জন্য। হঠাৎ করেই আমার টুডু লিস্টের জমানো গানের লিস্টের কথা মনে পরে গেলো।
‘ভাইজান একটু দেখেন তো’
‘জি বলেন’
'শাফিনের একটা গান আছে না ‘তুমি কোথায়’?'
'তুমি কোথায় শাফিনের... আর কোন নাম আসে ভাইজান?'
'ঐ যে ‘জোনাক জলে লক্ষ কোটি’ এরকম কিছু হবে। '
'ওহ এইটা তো শাফিনের না হামিনের। এই যে এই এলবামের।
তারাতারি খুজে দিলো। '
'ও তাই নাকি। আমি তো শাফিনের মনে করে সারচ করতে করতে হয়রান। (সাথে সাথে টুডু লিস্টে নাম ঠিক করে নিলাম। )'
'আচ্ছা এই গানটা কার যেন? ‘ব্রিষ্টি পরে যায় দু চোখে গোপনে’'
'এইটা তো তউসিফের গান।
এই যে এইটা। আবার দ্রুত চিপা থেকে সিডি বের করে দিল। '
'ও তউসিফ আমি ভেবেছিলাম আসিফ। (টুডু লিস্টে কারেকশন)'
'আচ্ছা ভুমির একটা গান আছে না? ‘কান্দে রে মন কান্দে’'
'জি আছে তো। দারান দিচ্ছি।
এই যে। (আবার কোন চিপা থেকে অনেক খুজে বের করে দিল। )'
'ও আচ্ছা। (ভুমি স্পেলিংটা ঠিক করে নিলাম)'
'আচ্ছা আনিলার একটা গান আছেনা? ‘বলো তুমি এমন কেন’'
'এইটা তো মনে হয় সুমনের সাথে যেটা করসে ওখানে। '
'না না সুমনের এলবামে এইটা নাই।
'
'দারানতো দেখেনতো এইটা কিনা? (প্লে করলো)'
'নাহ এইটা না। ওই যে রেডিও তে আজকাল প্রায়ই শুনায়। অরধেক শুনায় আবার বন্ধ করে দেয়। '
'না বস বুজতাসিনা। '
'ঠিক আছে বাদ দেন।
'
'তো বস আপনারে এইগুলা প্যাক করে দিমু?
'নাহ এখন না দারান বলছি। (আরে ইন্টারনেট থাকতে এখান থেকে কে নেয়। তবুও এত হেল্প করলো কিছু না নিলে খারাপ দেখায়। )'
'দোস্ত তুই কোন ডিভিডি নিচ্ছস না? (পাশে দোস্তকে জিগালাম। যে এতক্ষন ডিভিডিগুলা ঘেটে দেখছিল)'
'কেন তুই নিচ্ছিস না কিছু? (আসলে আমাদের কারোরই কিছু কেনার উদ্দেশ্য ছিলনা।
খেয়ে দেয়ে কাম ছিলোনা বলে একটু......)'
'হ্যা আমি দেখছি। তুই এইটা নিতে পারোস তো। (একটা ফোর ইন ওয়ান ডিভিডি গছায় দেবার চেষ্টা করলাম। ) নিয়ে নে দোস্ত না হলে বেটা মাইন্ড করবে। তোর না পরিচিত বললি?'
'ওকে এটা নিয়ে দেখি।
(যাক বাচলাম)'
'দেন ভাইজান এইটা দেন। '
'চল দোস্ত। '
'বস আপনে তো কিসু নিলেননা। অনেক কিছু খুইজা দিলাম। '
'নিব ভাইজান।
আরেকদিন। '
বাসায় এসেই নেট থেকে সারচ করে ডাউনলোড শুরু করে দিলাম। ভাজ্ঞিস গানের দোকানদার ঠিক ইনফোগুলা দিয়েছিল। কিন্তু আনিলার গানটা অনেক তোকাইসি, পাচ্ছিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।