আর্সেনালের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় মেসুত ওজিলের তারকা বান্ধবী ম্যান্ডি ক্যাপরিস্তো পছন্দ করেছেন প্রতিদ্বন্দ্বী ক্লাব চেলসি! সত্যিই অবাক হওয়ার মত বিষয়। কিন্তু না, আসলে আর্সেনালের নগর প্রতিদ্বন্দী ক্লাব নয়, ক্যাপরিস্তো'র পছন্দ হয়েছে চেলসি এলাকাটি।
জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, ওজিলের সঙ্গে লন্ডনে পাড়ি জমাচ্ছেন তার পপ গায়িকা বান্ধবী ম্যান্ডি ক্যাপরিস্তো। ইংল্যান্ডের রাজধানীতে কমপক্ষে ছয় কক্ষের একটি বাড়ি খুঁজছেন তিনি। বান্ধবী'র কাছে সম্ভাব্য যে কয়টি বাড়ির ছবি পাঠিয়েছেন তিনি, তার মধ্যে চেলসি এলাকার একটি বাড়িও আছে।
এ বাড়িটি শেষে বেছে নিলে আর্সেনাল ভক্তরা কিন্তু তা পছন্দ করবেন না। আর উত্তর লন্ডনে ক্লাবের অনুশীলন এলাকা থেকে বাড়িটি বেশ দূরেও।
উল্লেখ্য, ওজিল আর ক্যাপরিস্তো প্রেমের বয়স এক বছরও হয়নি। তবে একে অন্যের প্রতি ভালোবাসা তারা প্রকাশ্যেই দেখাচ্ছেন। কিন্তু ওজিল ধার্মিক মুসলমান হলে কি হবে, তার ২৩ বছর বয়সী বান্ধবী কিন্তু এফএমএইচ ম্যাগাজিনের জার্মান সংস্করণের পাঠকদের ভোটে বিশ্বের সেরা যৌন আবেদনময়ী নারীদের তালিকায় স্থান পেয়েছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।