আমাদের কথা খুঁজে নিন

   

ওজিলের নৈপুণ্যে আর্সেনালের জয়

বুধবার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের জয়ের দিন ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেন ভেঙ্গারের দলও ২-০ গোলে হারিয়েছে নবাগত হাল সিটিকে।
বুধবারের এই ম্যাচের দুই গোলদাতা হলেন ডেনমার্কের স্ট্রাইকার নিকলাস বেন্ডটনার ও জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল। দু'টি গোলই হয়েছে দুই অর্ধের দ্বিতীয় মিনিটে।
ডিফেন্ডার কার্ল জেনকিনসনের দারুণ একটি ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন বেন্ডটনার। শুরুতে এগিয়ে যাওয়ার পর মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আর্সেনাল।

ধারাবাহিক এই আক্রমণের নেতৃত্বে ছিলেন আর্সেনাল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ওজিল।
তবে দ্বিতীয় গোল পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৪৭ মিনিট পর্যন্ত। ডি বক্সের মাঝে ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজির পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
১৪ ম্যাচে আর্সেনালের এটা টানা তৃতীয় এবং সর্বমোট ১১তম জয়। দুটি হার ও একটি ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা।


বুধবার রাতে জয় পেয়েছে আর্সেনালের নিকট প্রতিদ্বন্দ্বীরাও। চেলসি ৪-৩ গোলে সান্ডারল্যান্ডকে এবং ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিওনকে হারিয়েছে।
৩০ ও ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই ও তিন নম্বরে আছে চেলসি ও ম্যানচেস্টার সিটি।
উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের দুর্দান্ত চার গোলের সুবাদে নরউইচ সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।
তবে এভারটনের কাছে একমাত্র গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।


এছাড়া অ্যাস্টন ভিলা ৩-২ গোলে সাউথহ্যাম্পটনকে, সোয়ানসি সিটি ৩-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে এবং টটেনহ্যাম ২-১ গোলে ফুলহ্যামকে হারিয়েছে।
স্টোক সিটি ও কার্ডিফ সিটির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
 

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।