আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা সফটওয়্যার যার নাম Wondershare MobileGo for Android। এটি ব্যবহার করে আপনি যে কোন এন্ড্রয়েড ফোন/ট্যাবলেট এর ফোনবুক, এসএমএস, ছবি, গান, ভিডিও এবং এপস এর ব্যাকআপ তৈরী করে পিসিতে রাখা এবং প্রয়োজনে পরবর্তীতে ফোন/ট্যাবলেটে রিস্টোর করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারটির আরো কিছু দারুন ফিচার আছে, যেমন APK(এন্ড্রয়েডের এপসগুলোর এক্সটেশন) ফাইল কে ডাবল ক্লিক করে সরাসরি পিসি থেকেই এন্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করতে পারবেন। ফোনবুকে কোন ডুপলিকেট কন্টাক্ট থাকলে তা খুঁজে বের করে মুছে ফেলতে পারবেন। এর আরেকটি গুরুত্বপূর্ন ফিচার হল আপনার যদি iPhone অথবা Nokia ফোন থাকে তাহলে সেই ফোনের ফোনবুক, এসএমএস এবং কল লগ Android ফোনে ট্রান্সফার করতে পারবেন।
এতকিছু ফিচার আপনি পাবেন বিনামূল্যে অর্থাৎ Wondershare MobileGo forAndroid ফ্রিওয়্যার। যদিও এর একটি প্রো ভার্শন আছে যার মধ্যে উল্লেখিত ফিচারগুলো সহ রয়েছে আরো কিছু দারুন ফিচার।
Wondershare MobileGo For Android এই লিঙ্ক থেকে।
or,
Wondershare MobileGo forAndroid ডাউনলোড করুন এই লিংক থেকে।
আজ এ পর্যন্তই ।
সবাই ভাল খাকবেন ।
আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।