অনেকদিন থেকে ভাবছিলাম একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবো। কিন্তু সল্প বাজেটে চাহিদা সম্পন্ন ফোন আর পাই না। কোনটার ক্যামেরা ভালো তো প্রসেসর ভালো না, প্রেসেসর ভালো তো র্যাম কম। এইটা ভালো তো ওইটা ভালো না করতে করতে আমার আর ফোনই কেনা হচ্ছিলো না।
অবশেষে ভাবলাম টাকা কম, তো কিছুটাতো স্যাক্রিফাইস করাই লাগবে।
কি আর করা, কিনে ফেললাম বহু প্রিতিক্ষিত অ্যান্ড্রয়েড ফোন। বলে রাখা ভালো আমি আগে নোকিয়া ব্যবহার করতাম।
নোকিয়া ফোন থেকে পিসি সুইট এর মাধ্যমে আমি আমার সব কনট্যাক্ট নাম্বার পিসিতে ব্যাকআপ নিয়ে রেখেছিলাম।
তো অ্যান্ড্রয়েড ফোন কেনার পর আমাকে প্রথমেই যে সমস্যায় পড়তে হলো তা হল আমার কনট্যাক্ট নাম্বার গুলা পিসি থেকে ফোনে ইম্পোর্ট করা নিয়ে। পড়লাম মহা বিপত্তিতে।
প্রয়জনীয় নাম্বারগুলো ফোনে না থাকার কারনে অনেক সমস্যায় পোহাতে হচ্ছিলো। প্রায় ৫০০ এর উপরে নাম্বার, লিখেও সেভ করা সম্ভব হচ্ছিলো না।
সনি পিসি কম্পেনিয়ন দিয়ে করা গেলেও একটু ঝামেলার ছিলো। তখন আর কি? গুগলে খোজা শুরু করলাম ‘কিভাবে সব কনট্যাক্ট নাম্বার একসাথে ফোনে ইম্পোর্ট করতে পারি’।
একটা টিউটোরিয়াল পেলাম এসডি কার্ডে কনট্যাক্ট ফাইল রেখে ফোন সেটিং থেকে ইম্পোর্ট করার।
কিন্তু ঝামেলা থেকেই গেলো। এই পদ্ধতিতে একটা একটা করে নাম্বার ইম্পোর্ট করতে হয়।
আবার গুগল সমুদ্রে ডুব দিলাম। অনেক খোঁজা খুঁজির পর পেলাম সেই কাঙ্খিত বস্তু যা নিয়ে আমার আজকের টিউন।
Wondershare MobileGo
কেনো জানি না, Wondershare এর সব সফটওয়্যারই আমার ভালো লাগে।
যাই হোক কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি।
এরকম অনেক সফটওয়্যার আছে, কিন্তু কেন আমি Wondershare MobileGo কেই বেছে নিলাম?
সহজ ব্যবহার পদ্ধতি ও নির্দিষ্ট কিছু সুন্দর বৈশিষ্টের কারনে।
তো চলুন সফটওয়্যারটির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
১। পিসি থেকেই ফোনে এপিকে ফাইল ইন্সটল করতে পারবেন। একসাথে অনেক গুলো এপিকে ফাইল ইন্সটল করতে পারবেন।
শুধু সিলেক করে দিয়ে ওকে দিলেই আপনার কাজ শেষ। আর আপনি যদি চান তাহলে ইন্সটল এর পূর্বে এসডি কার্ড না ফোন মেমোরিতে ইন্সটল করবেন সেটাও নির্ধারন করে দিতে পারবেন।
২। পিসি থেকে ফোনের স্ক্রীন ক্যাপচার করতে পারবেন। (ছবি পিসিতে সেভ হবে)
৩।
পিসি থেকে মেসেজ সেন্ড করতে পারবে।
৪। একই নাম্বার কন্ট্যাক্ট লিস্টে বিভিন্ন নামে কয়েকবার সেভ করা থাকলে সেগুলো বের করে এডিট বা ডিলিট করতে পারবেন।
৫। ওয়ান ক্লিক ব্যাকআপের মাধ্যমে এক ক্লিকেই আপনার ফোনের সকল কন্ট্যাক্ট নাম্বার,মেসেজ,কল লগ, ছবি,ভিডিও,অডিও,এপিকে ফাইল সহ দরকারী সকল জিনিস ব্যাকআপে রাখতে পারবেন।
৬। ফাইল ম্যানেজারের মাধ্যমে এসডি কার্ডে এবং ইন্টারনাল মেমোরীতে ফাইল ট্রান্সফার করতে পারবেন।
৭। এক ক্লিকেই ব্যাকআপে রাখা সকল কন্ট্যাক্ট ইম্পোর্ট বা ফোনের সকল কন্ট্যাক্ট এক্সপোর্ট করতে পারবেন।
৮।
এছাড়াও আরো অনেক শুবিধা পাবেন...। ।
তো আর দেরি কেনো? ও বুঝতে পেরেছি, ডাউনলোড লিঙ্ক ই তো নেই।
সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনাকে বেশি না, মাত্র ৩৯.৯৫ডলার খরচ করতে হবে।
এত? ভালো জিনিসের দামতো ভালো/বেশি হবেই।
কি মন খারাপ হয়ে গেলো?
মন খারাপের কারন নেই, অনেক খুজে ভার্সন 4.2.0 এর প্যাচটা পেয়েছি।
প্যাচ সহ ডাউনলোড লিঙ্ক
কয়েকদিন আগে সফটওয়্যারটার নতুন ভার্সন ৪.৩ বের হয়েছে, নতুন ভার্সনে শুধু অ্যান্ড্রয়েড ৪.৪ (কিটক্যাট) সাপোর্ট সুবিধা আছে, তেমন কন বড় পরিবর্তন নেই।
নতুন ভার্সনের প্যাচ এখনো বের হয়নি। আর যেহেতু তেমন কোন পরিবর্তন নেই তাই বলব সমস্যা না হলে ভার্সন ৪.২ ব্যবহার করতে।
রার ফাইলটি ডাউনলোডের পর ফাইলের ভেতরে থাকা mobilego_full818.exe টা পিসিতে ইন্সটল করুন এবং প্যাচ করার জন্য টেক্সট ফাইলে থাকা ইন্সট্রাকশন অনুসরণ করুন।
সফটওয়্যারটি ইন্সটল এর পর ইউএসবি অথবা ওয়াইফাই এর মাধ্যমে ফোন পিসিতে কানেক্ট করুন। ইউএসবি দিয়ে কানেক্ট করার পূর্বে ফোন সেটিং থেকে ইউএসবি ডিবাগিং অন করে নিন। আর ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে হলে আগে প্লেস্টোর থেকে মোবাইল গো মোবাইলে ইন্সটল করে নিন অথবা ফোন প্রথমে ইএসবি কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে মোবাইল গো অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল হয়ে যাবে।
যদিও তেমন কিছু জানি না আমি, কিন্তু কোন সমস্যা হলে জিজ্ঞেস করতে পারেন। যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/Hridoy43
আর হ্যা, আমার পরীক্ষা চলছে তাই সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ থেকে পরীক্ষা দিতে পারি এবং ভালো করতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।