মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে। প্রিয় ব্লগার ও এন্ড্রপ্রেমীগণ, সম্প্রতি ওয়ালটন এন্ড্রয়েড প্রেমীদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করার জন্য গতমাসে ওয়ালটন প্রিমো R1 ও প্রিমো G1 নামে দুটি এন্ড্রয়েড হ্যান্ডসেট বাজারজাত করেছে। ইতিমধ্যে ওয়ালটন প্রিমো R1 এর রি-ব্রান্ডিং সংক্রান্ত আলোচনা এই পোস্টে করা হয়েছে।আজ কে আপনাদের সাথে শেয়ার করব ওয়ালটন প্রিমো G1 এর রি-ব্রান্ডিং সংক্রান্ত আলোচনা !!! যদিও আমরা সকলেই জানি রি-ব্রান্ডেড সেট যেহেতু করা হয়েছে সুতরাং অরিজিন ক্রান্ট্রি অবশ্যই চায়না।একদম ঠিক তাই!!!তো আসুন দেখে নেই ওয়ালটন প্রিমো G1 এর রি-ব্রান্ডিং সংক্রান্ত কিছু তথ্য !!! মূল প্রস্তুতকারক দেশঃ চায়না ব্রান্ডের নামঃ Gionee মডেল নং: GN700W রি-ব্রান্ডিং করা অন্যান্য দেশ সমূহঃ দেশঃ বাংলাদেশ ব্রান্ডের নামঃ WALTON মডেলঃ PRIMO G1 সাইটের লিংকঃ Walton Primo G1 দেশঃ পাকিস্তান ব্রান্ডের নামঃ Qmobile মডেলঃ Noir A8 সাইটের লিংকঃ QMobile NOIR A8 আজ তাহলে এ পর্যন্তই।এন্ড্রয়েড প্রেমীদের জন্য আবার হয়ত বা কোন নতুন কিছু পেলে অবশ্যই শেয়ার করব!!! ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।