"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
বৃষ্টির ছন্দে
ঝিরিঝিরি বৃষ্টি
অবনত দৃষ্টি
এলো কেশে পাশে বসে
শুনছো কী কান পেতে?
রিমঝিম সারাদিন,
কি মধুর বাজে বীণ
অপরূপ ছন্দে- আহা কী যে মিষ্টি!
মনের দুয়ার খুলে,
ভালবাসা নাও তুলে;
কি হবে একা একা,
আনমনে চেয়ে থাকা;
এসো আজ কাজ ভুলে
জানালাটা রাখি খুলে;
মেলে ধরি দুজনে- অবারিত দৃষ্টি!
আকাশের গা ঘেঁষে,
মেঘদল যায় ভেসে;
দূরে ঐ ঘন নীলে,
গাংচিল ডানা মেলে;
অপলকে চেয়ে থাকা,
ইশারায় কাছে ডাকা;
ভাললাগে প্রকৃতির- অনুপম সৃস্টি।
এলোমেলো বাতাসে
মৌ মৌ সুবাসে,
কোন ফুল ফোটে বনে
আজ এই মধুক্ষণে;
মনে দোলা লাগে তাই,
আরো কাছে পেতে চাই;
রিমঝিম সারাদিন- ঝরে যাক বৃষ্টি।
(পুরোনো লেখা, সংশোধিত ও শেষ কটি লাইন সংযোজিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।