আমাদের কথা খুঁজে নিন

   

যে গানের জন্য গোল্ডেন গ্লোব এ্যওয়ার্ড পেলেন এ.আর.রহমান।

আজ সৃষ্টি সুখের উল্লাসে - মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

জ্যয় হো। গানটা গেয়েছেন এ.আর.রহমানেরই দেশী সুকেন্দর সিং। স্লামডগ মিলিওনেয়ার মুভির জন্য গানটা গাওয়া হয়। মুভিটা এবারে ৪টা গোল্ডেন গ্লোব এ্যওয়ার্ড জিতে নেয়।

সম্ভবত যা উপমহাদেশের জন্য প্রথম। জ্যয় হো। এ.আর.রহমান স্টেরিওটাইপড গান । অসাধারণ হয়েছে গানটা। সাধারণত এ.আর.রহমানের গানে যে ধরনের প্রাচ্য-পাশ্চাত্য মিউজিক ফিউশন ঘটে এ গানেও তার এক্সপেরিমেন্ট হয়েছে।

আর তার সাথে যোগ হয়েছে সুকেন্দর সিং এর হাই pitched কন্ঠ। হ্যটস অফ টু এ.আর.রহমান এবং সুকেন্দর সিং। ============================ এ.আর.রহমান। সুকেন্দর সিং। ============================== গান ও মুভি লিংকঃ য়্যুটিউব লিংক।

এমপিথ্রি ডাওনলোড লিংক। স্লামডগ মিলিওনেয়ার =============================== গোল্ডেন গ্লোব এ্যওয়ার্ড ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.