আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাইকোলজি ১ - 'বাইপোলার'?

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

সতর্কীকরণ: অধিক পরিমানে ইংরেজী শব্দ ব্যবহ্রত। কারন: আলস্য। ___________________________________________ আমার কিছু বেশ অদ্ভূত 'বিহেভিয়ার সাইকেল' আছে। কখনো আমি খুবই রুটিন, বেশ অর্গানাইজড। প্রোডাক্টিভিটিও খুবই হাই লেভেলের, যদিও এটা সবসময় অর্গানাইজেশনের সাথে কনকারেন্ট না।

আবার কখনো আমি নিজের উপর কোন কন্ট্রোলই এক্সার্ট করি না। যা মনে চায় তাই করি। সাধারন সাইকেল লেংথ ২-৩ দিন হত। এখন ধরেন ৪-৫ দিন, মায় ১-২ মাসও মাঝে মাঝে। বেসিকালি জিনিসটার সাথে বাইপোলার ডিসঅর্ডারের একটা কনসেপচুয়াল মিল আছে।

কিন্তু জিনিসটা ইমোশনালি বাইপোলার না, বরং 'ডিসিপ্লিনারিলি' বাইপোলার। আমার ম্যাক্রো লেভেল ব্যবহারগত ট্রেইট কনসিস্টেন্ট না। আমি নিজে এটাকে ব্যাখ্যা করি ব্যক্তিগত ব্যবহারগত ব্যালান্স কনসেপ্টটা দিয়ে। আমি হয়তো এতোটাই কৃত্রিম যে আমার যে অপটিমাল ব্যবহার প্যাটার্ন যেটা, তা থেকে আমি এই কৃত্রিম ব্যবহার প্যাটার্নগুলিতে স্ট্রে করতে থাকি, যা শেষ পর্যন্ত ওই প্যাটার্নগুলির বাইরে আমাকে নিয়ে যায়। এখানে টিপিং পয়েন্ট হল কৃত্রিম ব্যবহারে ফ্রাস্ট্রেশন জমা হওয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।