আমাদের কথা খুঁজে নিন

   

মনের কথা মন বোঝেনা - 2 (সাইকোলজি টেস্ট): রঙ-বেরঙের বইয়ের মেলা

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[সাইজ=3] একটা সিনারিও বর্ণনা করব ...সেখানে আপনি থাকলে কি করতেন তা মন খুলে লিখুন ... আর জানুন আপনার ভেতরের মানুষটিকে [/সাইজ] **(আজকের এই সাইকোলজি টেস্টটা আপনার ক্যারিয়ার সম্পর্কিত; খুব সহজ কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে হয়ত আপনি বুঝে যাবেন ভাল ক্যারিয়ার গড়ার জন্য নিজের কোনদিকটার দিকে আপনার মনোযোগ দেয়া উচিৎ।) \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ ধরুন আপনাকে 16 টা বই আর একটা বুকশেল্ফ দিয়ে বলা হলো বইগুলোকে গুছিয়ে রাখতে; [গাঢ়] কল্পনা করুন: [/গাঢ়] 16 টা বইয়ের প্রত্যেকটি মলাট করা এবং মলাট গুলো একরঙা; 4টি বই লাল, 4 টি হলুদ, 4টি সবুজ এবং 4 টি নীল রঙের মলাটে আবৃত। বইগুলোের সাইজ ও শেইপও একইরকম। শেল্ফটিতে মোট 4 টি ঘর আছে; উপরের তাকে দুটি, নিচের তাকে দুটি; উপরের ছবিটিতে প্রতিটি ঘরের নাম্বার দেয়া হলো। আপনাকে প্রত্যেক ঘরে 4 টি করে বই রাখতে হবে, এবং একই ঘরের সব বইয়ের রঙও সেইম হতে হবে। প্রশ্ন হলো : সাইজ=3] কোন রঙের বইকে কোন ঘরে রাখবেন? [/সাইজ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.