খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
নতুন সরকার নতুন চিন্তা ভাবনা। নতুন করেই শুরু হচ্ছে প্রশাসনিক বলয় । বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে জ্বালানি খাত আর এ খাতের গুরুত্ব অনস্বীকার্য। দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা ও সুষম নীতির অভাব রয়েছে বৈ কি। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে আভ্যন্তরিন অর্থনৈতিক খাতের সমৃদ্ধি আনা অবশ্যসম্ভাবী।
ইতোমধ্যে বিশেষঙ্গ ব্যক্তিগণ সরকারকে জ্বালানি খাত নিয়ে তাগিদ দেয়া শুরু করেছেন। জ্বালানি মন্ত্রনালয় প্রধানমন্ত্রীর হস্তগত হওয়ায় প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগীতার জন্য প্রফেসর ডঃ আলাউদ্দিন কে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। প্রফেসর ডঃ আলাউদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। একজন শিক্ষাবিদ হিসেবে ব্যক্তি পর্যায়ে
উনার সুনাম রয়েছে। জ্বালানি খাতের মতো স্পর্শকাতর খাত নিয়ে সময়োত্তীর্ন চিন্তা ভাবনা ও যুগোপযুগি প্রদক্ষেপের প্রয়োজনীয়তা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে।
নিশ্চয়ই উপদেষ্টা মহোদয় এ খাতের ভবিষ্যত করনী নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষঙ্গদের মতামত গ্রহন সাপেক্ষে উচ্চ ক্ষমতা সম্পন্ন কারিগরি বিশেষঙ্গ কমিটি গঠন করে এ খাতের গতি ফিরিয়ে আনবেন। এতে করে দুটি বিষয় বের হয়ে আসবে, ১. দেশের স্বার্থ এবং ২. সম্পদের সর্বোত্তম ব্যবহার। দুটি বিষয়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সম্পদ যদি কাজে না লাগে তবে সে সম্পদ থাকা না থাকা সমান কথা। অতীতে এ খাত নিয়ে হয়েছে বহু রাজনীতি, বহু অর্থকরী সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও মন্ত্রী মহোদয় পকেটস্হ করেছেন।
ফলে এ খাত নিয়ে একটা চক্র গড়ে উঠেছে। এ চক্র থেকে বের হয়ে আসতে না পারলে এ খাতের ভবিষ্যত মার খাবে। জ্বালানী খাতের উপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। গ্রাম গঞ্জে ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠছে, মানুষ এখন কর্ম মুখী । কর্মের এ ধারা আরো বেগবান করতে না পারলে পশ্চাৎপদ দেশ হিসেবেই আমাদের পড়ে থাকতে হবে।
নতুন নতুন কর্মসংস্হানের সৃষ্টি না হলে উন্নয়ন হবেনা, জিডিপির মাত্রা বৃদ্ধি পাবেনা ২০২১ সালে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন অন্কুরেই বিনষ্ট হবে। এক কথায় জ্বালানী খাতের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবেনা। তাই ভেবে চিন্তে অত্যন্ত দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতারও অবসান হওয়া জরুরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।