আমাদের কথা খুঁজে নিন

   

অস্হিরতা

অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি

সকল অস্থিরতাকে একটা বীজের মধ্যে পুরে দিয়ে মাটিতে পুতে রাখলে কিছুকাল অপেক্ষার পরে একটা বিতৃষ্নার চারাগাছ গজিয়ে উঠতে পারে এমন একটা বিতৃষ্না বৃক্ষকে আমি পেলেপুষে বড় করে তুলতে চেয়ে সবার অলক্ষে তার পরিচর্যা করে চলেছি বহুকাল আমার অস্হিরতার বীজ যাতে ছদ্মবেশী কোনো প্রেমের হাতে অংকুরেই বিনস্ট না হয়-তার জন্য প্রহরায় রেখেছি। সদা সতর্ক সন্দেহ প্রবণতা একটি সন্দেহ অপর সন্দেহের দিকে তাক করে আছে ঈর্ষাকাতরতার বল্লম কখন যে এ ওকে গেথে ফেলবে ধারালো মুগ্ধতায়! আর নিরবতাহীন আমার অন্তর্গত অস্হিরতার বীজ তার খন্ডিত অবয়ব নিয়ে আমাকেই ধাওয়া করবে.... হতে পারে বিতৃষ্নার বৃক্ষ নিধনের দায়ে অভিযুক্ত আমাকে তখন আশ্রয়ন খুঁজে পেতে যেতে হবে বনভূমে আমার অস্হিরতা বীজের গহীনে নৈরাশ্যে নামের রিনরিনে কান্নার শীতল একটা জলপ্রপাত বয়ে চলে অনর্গল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।