আমাদের কথা খুঁজে নিন

   

শর্ট টার্ম মেমরী...আর... বাংলাদেশ ক্রিকেট দল।

ক খ গ ঘ...

সিনেমা টিনেমা খুব একটা দেখি না, এর চে খেলা দেখতে বেশ লাগে। আজ তাই বিকেলের আগে বসে বাংলাদেশ - জিম্বাবুয়ের খেলা দেখছিলাম। আশরাফুলের বাহিনীর খেলা দেখে মনটা খারাপ লাগায় চ্যানেল পাল্টে দিলাম ডিসের মুভি চ্যানেলে। সেখানে তখন দেখি গজনি সিনেমা টা দেখানো শুরু করেছে! কদিন ধরে খুব নাম শুনছি এর। দেখতে বসে গেলাম। নায়ক আমির খানের ১৫ মিনিটের শর্ট টার্ম মেমরী। মানে ১৫ মিনিট পরে সে সব ভুলে যায়! সিনেমাটা দেখতে দেখতে মনে হল , আচ্ছা আমাদের বাংলাদেশ দলটাও কি এই শর্ট টার্ম মেমরী এর শিকার??? কোন কনজিসটেন্সি নাই, কোন অভিগ্গতার শিক্ষা নাই, কোন রেসপন্সিবিলিটি নাই.... এই দলটাও কি সব ১৫ মিনিট পরে ভুলে যায়????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।