পরিবর্তনের জন্য লেখালেখি
১।
প্যালেস্টাইনের ভয়াবহ হত্যাকান্ড প্রতিদিনই আধুনিক ড্রইংরুম গুলোতে তৈরী করছে লাখ লাখ দীর্ঘনিঃশ্বাস । মানবিকতার নৃশংসতম ধর্ষন ঘটে চলেছে প্রতিমুহূর্তে । অনেক দূরে থেকে আমরা বার বার শিউরে উঠছি । কেউ ফেসবুকে প্রতিবাদ গ্রুপ খুলে , কেউ স্ট্যাটাস মেসেজে , কেউ হয়ত মানব বন্ধনে দাঁড়িয়ে চিৎকার করে চলেছি , " বন্ধ করো এই হত্যা , বন্ধ করো অমানবিক আগ্রাসন" ।
ইউটিউবে কি মনে করে গাযা লিখে সার্চ দিয়েছিলাম , যা দেখলাম তাতে বুকের ভেতর কষ্টের চাপ বাড়লো শুধু । ছবি নয়, আমি শংকিত নিচের ৬০০০ প্রতিক্রিয়া দেখে । আমাদের ফেসবুক জেনারেশন এর জ্ঞান যে কি পরিমান কম আর কত সহজেই আজ কিশোর কিশোরীরা অন্যের মৃত্যু কামনা করে , না দেখলে বিশ্বাস হত না আমার । কি আমরা কথায় কথায় মধ্যযুগকে গালিগালাজ করি ? এই একবিংশ শতাব্দীতে এসে আমাদের আচরন বদলালো কই ?
"মানুষ" - আমার কাছে জঘন্যতম গালি , হয়ত রয়ে যাবে চিরকাল। নিজের জীবন রক্ষার জন্য আর খাদ্য সংগ্রহের প্রয়োজন ছাড়া কোন পশু কখনো হত্যা করে না ।
নৃশংসতম বিষধর সাপও পেট ভরলেই চুপ করে যায় । আর মানুষ ? বিনা প্রয়োজনে এত বেশি প্রাণ হত্যা আর অন্য কোন প্রানীই করে না । করেনি কখনো আর করবেও না ভবিষ্যতে ।
প্যালেস্টাইন আর ঈজ্রায়েল -- কার দাবী গ্রহনযোগ্য ঐ ভূমিতে ? ঈজরায়েলকে আমি অকুপায়িং ফোর্স হিসেবেই জানি এবং এইটার শুরু যে ইউরোপের বেজন্মা রাজনীতিকদের হাতে তাও জানতাম। তবু খুটিনাটি জানতে আবার নতুন করে ইতিহাস পড়তে বসেছিলাম ।
এইখানে শুধুই উইকির লিঙ্ক দিলাম । আজকের প্রজন্ম বোধ হয় ঐখান থেকেই পড়ে বেশি ( সারা বিশ্বের কথা বলছি, স্রেফ বাংলাদেশ নয়) । কিছু কিছু মিল বড় আচানক । ভারত , পাকিস্তান , বাংলাদেশ এর ভূমিযুদ্ধ , রাজনৈতিক সহিংসতা আর চির অস্থির একটি "সাব কন্টিনেন্ট" কার বুদ্ধিতে তৈরী হয়েছে জানেন তো ? বৃটিশ ষড়যন্ত্রে । সাবকন্টিনেন্টকে ভারত ও পাকিস্তানে ভাগ করে , ধর্মীয় যুদ্ধ লাগিয়ে এই এলাকার উপর সরাসরি না হলেও পরোক্ষ প্রভাব বজায় রাখার কাহিনী আমাদের কম বেশি জানা ।
আশ্চর্যের ব্যাপার হলো , প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করে আরব আর ঈহুদীদের মধ্যে ভাগ করে "মিডল ইস্ট ক্রাইসিস" এর জনক ও ঐ একই জাতি - বৃটিশ । যারা সত্যি জানতে চান , ইতিহাস পড়ুন । দেখুন কি আশ্চর্য মিল আমাদের দুর্ভাগ্যে !
বিশ্বযুদ্ধে সাহায্যের বিনিময়ে স্বাধীনতা দেওয়া হবে , এই মূলা আরব বিশ্বেও ঝুলেছিলো । সেই মূলা খাওয়ানোর আগে তাতে বেশ করে বিষ মিশানোর কাজটা করতে ভোলেনি আমাদের বেনিয়ার জাত বৃটিশ প্রভূরা । ভারতীয় সাবকন্টিনেন্টে লোভ ছিলো ফসল, খনিজ অন্যান্য ।
এখন আমাদের গলার কাঁটা হয়েছে তেল গ্যাস । আর ওখানে সুয়েজ ক্যানাল , রেড সীর বাণিজ্য । ডিটেইলস এ যেতে চাই না । ঈজ্রায়েল এর উৎপত্তি , কারা এর পিছনে ছিলো , কি ভাবে হলো , নিজেরাই পড়ে নিন।
২।
আব্বু একবার বলেছিলেন , " কোরানে ইহুদীদের বলা হয়েছে অভিশপ্ত জাতি" । এরা নাকি রোজ কেয়ামত পর্যন্ত সকলের কাছে ঘৃনিত থাকবে । " খুব অবাক হয়েছিলাম । কিন্তু ইতিহাস পড়তে গিয়ে বার বার দেখলাম , আসলেই তাই । এই এক জাতি , যেই দেশেই গেছে , যেই গোষ্ঠীর কাছেই আশ্রয় পেয়েছে , সেই জায়গার সমস্ত অর্থকড়ি , ক্ষমতা দখলের জঘন্য ষড়যন্ত্রে মেতে গেছে ।
আবার সব দেশ থেকেই তাদের বার বার তাড়িয়ে দেওয়া হয়েছে । অবশেষে , প্রথম বিশ্বযুদ্ধের পরে এই "অচ্ছুত জাতিকে" নিয়ে এক রকম ফেলে দেওয়া হয়েছে প্যালেস্টাইনের ঘাড়ে । অনেকটা টিউমার কেটে ফেলে দেওয়ার মত । এই কারনেই কি ঈজরায়েল এত নৃশংস ? একটা শিকড়বিহীন ঘৃনিত জাতি মানবিক হয় না ।
৩।
এই ব্লগে প্যালেস্টাইন নিয়ে কান্নাকাটি করা , ইরাক এর মুসলমানদের জন্য কুম্ভিরাশ্রু ফেলে ব্লগের পাতা ভিজানোটা ব্লগীয় ছাগুদের একটা প্রিয় চাল ছিলো সব সময় । ৩০ লাখ বাঙালী হত্যা নিয়ে মাথা ব্যথা নাই , দুই লাখ নারীর ধর্ষন নিয়ে উচ্চবাচ্য নাই , এক কোটি উদ্বাস্তু মানুষের কষ্ট , মৃত্যু, নিঃস্ব হওয়া নিয়ে কোন বিকার নাই ---- তেনারা নিজেদের মানবিক প্রমানে সচেষ্ট হইতেন মধ্যপ্রাচ্যের মুসলমান ভাই বোনের দুঃখে । ঘৃনায় থু থু দিতে ইচ্ছা করে এই রাজাকার গুলার "মানবিকতার ব্যবসা" দেখে ।
ইদানিং নতুন করে লাদি ছাড়া শুরু হয়েছে । " আগে কেন বিচার হয়নি ?" এইটা ব্লগীয় ছাগুচিফ, উটু , লাউয়া , ধান্দা সহ আরো অনেক সমান্তরাল নিকের প্রিয় আহাজারি ।
এই বিশ্বাস ঘাতকগুলা জীবনেও স্বীকার করবে না , তাও এইটা খুব স্পষ্ট ।
আজকে ঈজরায়েলের পেছনে সবচেয়ে বড় শক্তি আমেরিকা ।
পাকিস্তানের পিছনেও সবচেয়ে বড় সমর্থন সব সময় ছিলো আমেরিকার ।
প্রায় ৯০ বছর হয়ে গেলো , প্যালেস্টাইনের মানুষ লড়ে চলেছে । আমেরিকাকে ক্ষেপায়ে দিয়ে পাকিস্তানের বিচার করা কি এতই সোজা ? আর আমেরিকা - পাকিস্তান আঁতাতের দেশীয় প্রতিনিধি রাজাকার , আল বদর , আল শামস এর বিচার করাটাও তাই যথেষ্টই কঠিন ।
তবে , মানুষ একতাবদ্ধ হইলে আমেরিকা কিংবা পাকিস্তানের পক্ষে কিছু করা সম্ভব না , ৭১ এর বিজয় আমাদের তাই শেখায় ।
আজকে আমেরিকার জনগণের ভিতর ইহুদীরা মিশে গেছে । দখল করে নিয়েছে সমস্ত বড় বড় ব্যবসা । তাদের হাতে আমেরিকার অর্থনীতি এত বেশি নির্ভরশীল আর মধ্যপ্রাচ্যের ফ্রি তেল এর লোভ-- যে এখন ঈজরায়েল আর আমেরিকা সমার্থক । আমাদের বাংলাদেশেও জামাত শিবির তথা ৭১ এর রাজাকার , আল বদর , আল শামসরা মিশে গেছে ।
বছরে ১২০০ কোটি টাকার ব্যবসা (জানা মতে) এবং বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্র দখল করে নিয়েছে । আমরা কি বাংলাদেশ আর জামাত শিবিরকে সমার্থক হয়ে উঠতে দেব ? বাংলাদেশের কোটি কোটি মানুষ স্রেফ কয়েক হাজার কিংবা লাখ খানেক বিশ্বাস ঘাতকের হাতে জিম্মি হয়ে যাবে ?
কখনোই না । আসেন, দুই পয়সার মানুষেরা একতাবদ্ধ থাকি । যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে । এইবার আর ছাড়াছাড়ি নাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।