নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। যে কোন মহৎ শিল্পই মানব সভ্যতার মহান সম্পদ, যদি সেটা সংক্ষীণতার উধ্বে উঠে সর্বমানবের হয়ে উঠে। সেই বিবেচনায় রবীন্দ্রনাথ-নজুরুল-এর মতো সাহিত্যিকরা সমগ্র বাঙ্গালীর তথা সর্বমানব জাতির চৈতন্যের প্রতিনিধিত্ব করে। কিন্তু আমাদের দেশের নবম দশম শ্রেণীর পাঠ্য বই-এ এমন তের জন ভারতীয় কবির কবিতা ছাপা হয়েছে যাদের বড় একটা অংশই ভারতীয় ব্রাহ্মত্ব বাদী শাসক শ্রেণী আনন্দবাজার গোষ্ঠি স্বার্থের প্রতিনিধিত্ব করে। এদের কবিতা ছাপতে গিয়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কবির কবিতাই বাদ পড়ে গেছে।
কেন এই ভারত প্রিতি?আবদুল হাকিম ও আবু জাফর ওবায়েদুল্লার দুইটি কবিতা বাদ দিয়ে ছাপা হয়েছে জনৈক আমলা কবির কবিতা। যে আমলার কবিতা তার তোষামদি দাস-অনুদাস ছাড়া কেউ পড়েছে বলে মনে হয় না। এই আমলারাই নিজে কবি খ্যাতি পাবার মোহে ভারত প্রেমের এমন নজির স্থাপন করলো। শুধু পাঠ্য বই-এর কথা বলবো কেন, আমাদের নদী আজ ভারতীয়দের দখলে। আমাদের টিভি চ্যানেল।
ভারতীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র দিয়ে সুন্দর বন ধ্বংস করে দেওয়া হচ্ছে। ট্রান্জিটের নামে দেওয়া হচ্ছে করিডোর। ভারীয় পুজিঁর স্বার্থ রক্ষা করতে গিয়ে ঋণ গ্রহণ ও ট্রেন ইন্জিল ক্রয় করতে গিয়ে গচ্ছা দিতে হলো, ১৫৮কোটি টাকা। এত কিছুর পর মনে প্রশ্ন জাগে, আমরা কী তবে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, ভারতীয় সাম্রাজ্যবাদের গোলাম হওয়ার জন্য? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।