নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।
বাজারে পণ্যের জোগান বেশি থাকলে, ভোক্তা কিছুটা সুবিধা পায়। আমাদের পাড়ার ক্যাবল অপারেটর থেকে এই সুবিধা আমরা বছর-তিনেক ধরে পাচ্ছি। আরো নতুন দুইটা ক্যাবল অপারেটর আসার সাথে সাথে সংযোগ প্রতি তিন শত টাকা বিল - হয়ে গেল দুই শত টাকা। নতুন সংযোগের জন্য কোন( আগে ১০০০টাকা জমা ছিল) টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই।
তারপর শুরু হলো কে কত বেশি চ্যানেল দেখাতে পারে, এই নিয়ে প্রতিযোগিতা। ক্যারিশমাতে এগিয়ে আমি যে ক্যাবল ব্যবহার করি সেটা। কাল রাত তিনটার দিকে চ্যানেল ঘুরাতে গিয়ে চোখ আটকে গেল ৩৬ এবং ৩৭ নম্বর চ্যানেলে এসে। দু’টাই ক্যাবল কোম্পানির নিজস্ব চ্যানেল। একটাতে চলছে পবিত্র কোরান থেকে তিলাওয়াত ও তরজমা, অন্যটিতে ব্লু ফ্লিম।
সঙ্গে সঙ্গে ফোন দিলাম এই ক্যাবল ব্যবসার সাথে সম্পৃক্ত রশীদকে: ইবে ক্যান হতা মামু?( এটা কেমন কথা মামা?) রশীদ বলল: ভালা হারাপ দনুয়া দি, থোয়ার জিবে খুশি বাচিল! ( ভাল মন্দ দু’টাই দিয়েছি, তোমার যেটা খুশি ভেচে নাও)
# কোথায় জানি লিখেছিলাম মনে পড়ছে না: বুঁজোয়াদের দেবতার নাম মুনাফা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।