আমাদের কথা খুঁজে নিন

   

নাব্যতা সংকটে ভালবাসা



আমার একটা ছোট্ট নদী ‍আছে। আর সকল নদীর মতই শান্ত। ছোট হলেও কিন্তু বেশ গভীর, দু’ধারের পাহাড়কে পিছনে ফেলে তীব্র খরস্রোতে ধেয়ে চলে সামনে। স্বচ্ছ টলটলে পানি আমার নদীর, কত রঙীন মাছ এই নদীতে। কিন্তু নদীর আজ একী অবস্থা! পলি জমে জমে চর জেগেছে আমার ছোট্ট এই নদীর বুকে। সেই গভীরতা,স্রোত আজ নেই। রঙীন স্বপ্ন বুকে নিয়ে মাছেরা আর খেলে না আমার নদীতে। দু’ধারে সবুজ পাহাড় আজ নেই। ওখানে আজ কাঠ কাটার কারখানা! তাই টলটলে নেই আমার নদী। আমার নদীটির নাম কি-জানো? ছোট্ট এই নদীটির নাম-ভালবাসা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।