এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
গুগল শাড়ি: বেশ মজা লেগেছিলো প্রথমবার দেখে। খবরটা নিতান্তই ভাগ্যবশত পাওয়া। অনেকে হয়তো আগে দেখেছেনও এটা। ভারতীয় ফ্যাশন ডিজাইনার সত্য পাল গুগলের সার্চ পেইজের লে-আউট ব্যবহার করে একটি শাড়ি ডিজাইন করেছেন। শাড়িটির নাম দেয়া হয়েছে উগল (Oogle)।
শাড়িটি সত্য পালের নিজস্ব ওয়েবসাইটে বিক্রির জন্য রাখা হয়েছে। মূল্য: ১১,৯৯৫ রুপি। প্রথমে আমার সন্দেহ হয়েছিলো ছবিটি ফটোশপিত কোন ছবি কিনা। সে সন্দেহ দূর হয়েছে সত্য পালের অফিসিয়াল ওয়েবসাইট, তার ফেইসবুক প্রোফাইল আর গুগল ঘেঁটে।
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
বাচ্চাদের জন্য ব্রাউজার Kidzui: বাচ্চারা ইন্টারনেটে গেইম খেলতে ভালোবাসে।
কিন্তু যারা অভিভাবক তারা এটাও জানেন যে বাচ্চাকে একা একা ইন্টারনেট ব্রাউস করতে দেয়াটা মোটেও নিরাপদ নয়, বিশেষতঃ এখন যখন ইন্টারনেট ছেয়ে গিয়েছে পর্ণ ওয়েবসাইট দিয়ে। ফিল্টারিং করে নিরাপত্তা বাড়ানো যায় কিন্তু তাতে করেও নিরাপত্তা পুরোপুরি নিশ্চিৎ হয় না। Kidzui হচ্ছে মূলতঃ বাচ্চাদেরকে লক্ষ্য করে নির্মিত একটি ব্রাউজার যা আপনার বাচ্চাকে ইন্টারনেটের জগতে নিরাপদভাবে ঘুরে বেড়াবার সুযোগ করে দেবে। এর সবচেয়ে বড় বৈশিস্ট্য হচ্ছে এই ব্রাউজারের মাধ্যমে আপনার বাচ্চা চাইলেও যেকোন ওয়েবসাইটে ঢুকতে পারবে না। এই ব্রাউজারটি দিয়ে শুধুমাত্র সেসব ওয়েবসাইটেই ঢোকা যাবে যা Kidzui এর Review টিম বাচ্চাদের জন্য নিরাপদ বলে মনে করে।
যদি আপনার বাচ্চা এমন কোন ওয়েবসাইটের এ্যাড্রেস দেয় যা তাদের দ্বারা অনুমোদিত নয় তবে এই ম্যাসেজটি দেবে: This page isn't available on KidZui, but your parents can add it for you. ব্রাউজারটিতে অভিভাবকদের জন্য পৃথক লগইন এর ব্যবস্থা আছে যার মাধ্যমে আপনি আপনার বাচ্চা কি কি করছে তার ওপর নজরদারি করতে পারবেন। ব্রাউসারটিতে অসংখ্য বাচ্চাদের গেইম, কার্টুন, ভিডিও ও ফটো সাইট তালিকাভুক্ত আছে ও রোজই নতুন নতুন আরো যোগ হচ্ছে। ব্রাউজারটি ইন্সটলের পরপরই অভিভাবককে তার নিজের ই-মেইল এ্যাড্রেস দিতে হবে ও বাচ্চার হয়ে রেজিস্ট্রেশন করে দিতে হবে। আপনাকে Kidzui থেকে প্রতি সপ্তাহে একবার মেইল করা হবে আপনার বাচ্চার এ্যাকটিভিটি, সে কোন কোন সাইটে যাচ্ছে না যাচ্ছে সে সম্পর্কে অবহিত করে। তবে একটা কথা না বললেই নয়, তাহলো খুব বড় বাচ্চাদের জন্য Kidzui নয়।
৩-১৩ বছর বয়সীদের জন্য ঠিক আছে।
ডাউনলোড লিংক: View this link
অভিভাবকদেরকে লগইন করতে হবে এই ওয়েবপেইজ থেকে: http://www.kidzui.com/login
মনে রাখবেন Kidzui তে আপনার ও আপনার বাচ্চার পাসওয়ার্ড আলাদা। বাচ্চাকে কখনোই আপনার পাসওয়ার্ডটি দেবেন না। আপনার অভিভাবক পানওয়ার্ডটি সেট করার জন্য একটি মেইল পাবেন আপনার বাচ্চার Kidzui একাউন্টটি সক্রিয় করবার পরই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।