আমি কি হনুরে... ৩ ... ;)
এম্নিতেই রঙ ভালবাসে, বিশেষ করে গাঢ় রঙগুলো। পছন্দের রঙ দেখলেই সে খুশি হয়ে উঠে, আপনমনে গুনগুন করা শুরু করে। যদিও তার ওয়ার্ড্রোবে ইদানিং কালো রঙের আধিক্য দেখা যাচ্ছে, কিন্তু এবার এম্নিতেই ঠিক করেছে ছয় মাস ছয় মাস করে তার একেকটা পছন্দের রং পরবে। জানেনা পারবে কিনা, কিন্তু তার খুব শখ! এম্নিতেই এর পছন্দের মেয়েটি, যে একসময় তার জীবনের অনেকটুকু জুড়ে ছিল, তার ভাল লাগা রঙ ছিল গোলাপি। আর মেয়েটাকে খুব ভাল দেখাত একদম হালকা সবুজে।
এম্নিতেই এই রঙ দুটো তখন থেকে পছন্দ করা শুরু করে একটু একটু। সে যাই হোক, আজ এম্নিতেই'র হঠাৎ ইচ্ছা করে সে রঙ দেখবে। খুঁজতে খুঁজতে দেখতে দেখতে সে আবিষ্কার করে অসাধারণ কিছু কালারফুল ডেপিকশন...
সাদা:
সাদা মানেই পবিত্রতা, শুদ্ধতা। সাদা মানে কলুষতা থেকে মুক্তি। সাদা মানে সকালের স্নিগ্ধ বাতাসের ছোঁয়ায় শান্তি।
কালো:
কালো হচ্ছে ক্ষমতা, কতৃত্ব। কালো হচ্ছে শূণ্যতা, অশুভকে বয়ে নিয়ে চলা ছায়া। কালো মানে শোক, হতাশা, হারানোর বেদনা......
লাল:
বাংলাদেশের পতাকার প্রাণ লাল। অনুভূতির তীব্র প্রকাশের রং লাল। ভালবাসার রং লাল।
মানুষের রক্তে মিশে আছে লাল......
নীল:
নীল আকাশ, নীল সমুদ্র। নীলের গভীরতা যেমন মনকে শান্ত করে তেমনি কখনো কখনো নীল যেন হয়ে ওঠে অনেক ক্রুড়, নিষ্ঠুর, বিষন্ন.....
সবুজ:
এই দেশের রঙ সবুজ, আমাদের রাসূল [স:] এর প্রিয় রঙ ছিল সবুজ। সবুজের সমারোহ ক্লান্ত মনকে রিফ্রেশ করে, চোখকে দেয় স্বস্তি। তাইতো কবি বলেছেন....
হলুদ:
হলুদ রঙ এম্নিতেইর তেমন পছন্দ না হলেও কিছু কিছু হলুদ খুবই আকর্ষণীয়.....
বেগুনি:
এম্নিতেই বেগুনি পছন্দ করে, বিশেষ করে গাঢ় বেগুনি। এম্নিতেই সিংহ রাশির জাতক।
আভিজাত্য, বিলাসিতা, স্পর্শকাতরতা একই সাথে সিংহ রাশি আর বেগুনির সাথে ওতপ্রোতভাবে জড়িত
খয়েরি:
চারপাশে যত্রতত্র ছড়িয়ে আছে, হয়তোবা চোখেই পরেনা। তবে এম্নিতেইর কাছে খয়েরি কে দু:খ, দীর্ঘশ্বাসের রঙ মনে হয়.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।