আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ মি: ফখরুদ্দিন ও মি: মঈন উ আহমেদ

.এই ব্লগে যে কয়টি পোস্ট আছে, সেগুলোর মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। এই অক্ষমতার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

থ্যাংকস মি:ফখরুদ্দিন ও মি: মঈন উ আহমেদ । গত দুইবছর গনতন্ত্রহীন ছিলাম । ছিলাম মৌলিক অধিকার বিহীন ।

তবু একটা ভালো ইলেকশন আপনারা করে দিয়ে গেছেন ,নির্বাচন কমিশনকে অনেক গুছিয়েও এনেছেন । আপনাদেরকে ধন্যবাদ । ব্যবসা চালাতে গিয়ে চাঁদা দিতে হয়নি , (গত ২ বছরের মধ্যে চাঁদার স্লিপ এসেছে ১লা জানুয়ারি চট্টগ্রাম বন্দরকে সুশৃংখল করে ১০ দিনের কাজ ২ দিনে করায় আমার গার্মেন্টসে উৎপাদন বেড়েছিল ১২% , বিআরটিএতে গতবছর কাজ হয়েছে এক দুপুরে ঘুষহীনভাবেই ( গতকাল গাড়ির ফিটনেস করাতে গিয়ে ৬০০ টাকার ট্যাক্স দিতে ৮০০ টাকা ঘুষ দিয়েছি ) বনানী ১১ নম্বর রোডের মাথায় একটা ব্রীজ করায় এখন অফিসে যেতে আধা ঘন্টা সময় বাঁচে প্রতিদিন , আরো কতশত টুকিটাকি নিয়ে বেশ সন্তুষ্টই ছিলাম । আহা , যদি আরো কয়েকটা বছর থাকতে পারতেন , তাহলে নির্ঘাত আমিও টকশোতে চান্স পেয়ে যেতাম , কতো অগাবগাই না টকশো স্টার হলেন এই কতোদিনে , যাক, সব চাওয়া কি আর পূরন হয় । তবু শেষ বিচারে আপনাদেরকে পাসমার্ক দিয়েই বিদায় দিচ্ছি ।

ভালো থাকুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.