আমাদের কথা খুঁজে নিন

   

SWOT= Strength+Weakness+Opportunity+Threat ............. কিন্তু, ইহা কোন যাংরেজী পুস্ট নয়.......

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

. . . . . . . . . . . . জনৈক কর্পোরেট অফিসার প্রমোশন পেয়ে ট্রেনিং এ গেছেন এবং সেখানে তাকে ট্রেনার 'SWOT এ্যানাল্যাইসিস' সেখাচ্ছেন। SWOT হল ব্যবসার ক্ষেত্রে শক্তি(Strength), দূর্বলতা(Weakness), সূযোগ(Opportunity) ও ভয়(Threat)- এর বিবেচনা। আলোচনার পর ট্রেনার ঐ অফিসার কে তার ব্যক্তিগত অভিঙ্গতা থেকে SHOT এর একটা উদাহরণ দিতে বললেন। অফিসারের উত্তর টা ছিল এমনbr /> আমার শক্তি হল আমার বৌ; আমার দূর্বলতা হল পাশের বাড়ির বৌ; আমার সূযোগ হল তার বর যখন বাইরে কোথাও যায়; আমার ভয় আমি যখন বৌ কে রেখে বাইরে কোথও যাই; সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।