আমাদের কথা খুঁজে নিন

   

SWOT অ্যানালাইসিস । (ফানপুস্ট)


একটি মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের নতুন ম্যানেজার রজতকে ম্যানেজমেন্ট-এর উপর ট্রেইনিং নিতে পাঠিয়েছে। সেখানে ট্রেইনার SWOT অ্যানালাইসিস শেখাচ্ছেন। SWOT হলো ব্যাবসার ক্ষেত্রে শক্তি (Strength), দুর্বলতা (Weakness ), সুযোগ (Opportunity) ও ভয় (Threat) এর বিচার বিবেচনা। এরপর ট্রেইনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে রজতকে একটা উদাহরন দিতে বললে রজতের উত্তর: .. .. .. .. .. আমার শক্তি আমার বৌ। আমার দুর্বলতা হচ্ছে পাশের বাড়ির বৌ। আমার সুযোগ হলো তার বর যখন বাইরে কোথাও যায়। আমার ভয়, আমি যখন বাইরে কোথাও যাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।