অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
দীর্ঘক্ষন অফ লাইনে ছিলাম। আজকে প্রতিটি লেখাই খুব সিরিয়াস মনে হলো। খুব সম্ভবত দৃষ্টি আকর্ষনে ষ্টিকি করা খুবই সেনসেটিভ পোষ্ট দুটির প্রভাব বলেই মনে হচ্ছে। এ মুহুর্তে ব্লগারদের মেজাজ একটু হালকা করার জন্য ক্ষুদ্র চেষ্টা......
রাত জেগে যারা ব্লগ লিখেন তাদের জন্য অত্যান্ত কার্যকরী একটি মশা তাড়ানোর মন্ত্র
মন্ত্র ঃ
ইয়া আইউহাল মশাউন! ওয়ালাতা গুন গুন ইন্দাল কানে।
আনা গারিবুন, ওয়ালাতা মশারিউন। ওয়া গুন গুন ইন্দাল কানে, থাবরাইতুন থাবরাইতিঁউ শাহিদা।
অর্থ ঃ হে মশককুল! কানের কাছে গুন গুন করিও না। আমি গরিব মানুষ তার উপর মশারিও নাই। এরপরও যদি কানের কাছে গুন গুন কর তবে থাপড়াইতে থাপড়াইতে শহিদ করে ফেলব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।