টেকি বন্ধুরা আশা করি ভালই আছেন । আমার প্রথম টিউনের পরে অনেক রিকুয়েস্ট পেয়েছি Seomarts এবং Fiverr এ কিভাবে কাজ করতে হয় । তো আজকে আমি আলোচনা করব কিভাবে Seomarts এবং Fiverr জব পোস্ট করতে হয় এবং জবের অর্ডার পেলে কিভাবে তা কমপ্লিট করবেন । তাহলে চলুন শুরু করা যাক :-----
প্রখমে Seomarts বার Fiverr লগিন করুন তারপর Post a Job এ ক্লিক করুন ।
তারপর খেয়াল করে দেখুন I will ------ খালি বক্স আছে ,ওখানে আপনি আপনার সার্ভিস এর নাম দিন যেমন : I will ( Give 100 Blog Comment ) এরপর For $ এর বক্সে এমাউন্ট দিন ।
তাহলে এমন হবে I will give 100 blog comment for $5 ।
তারপর ক্যাটগরি সিলেক্ট করুন । তারপর Description এ আপনার জবের সম্পর্ক লিখুন ।
তারপর ট্যাগ দিন যেমন :Blog comment,manual blog comment,seo,panda safe,smm,marketing
তারপর Maximum days to complete এ আপনি আপনার জব কয়দিনে কমপ্লিট করবেন তা লিখুন ।
এখানে আপনি কিছুদিন বাড়িয়ে দিন কারন আপনার নেট বা অন্য সমস্যা হলে লেট ডেলিবারির জন্য কাজের পেমেন্ট হারাতে পারেন ।
তাই Extra Days নিলে আপনার জন্য ভালো হবে । তো এথন আপনার কাজ/জব/গিগের রিলেটেট একটা ইমেজ সিলেক্ট করে দিন Browse এ ক্লিক করে ।
তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার কাজটি পোস্ট হয়ে যাবে ।
এখন চলুন দেখি বায়ার আপনার সার্ভিস অর্ডার দিলে কোখায় পাবেন ।
সেজন্য Seller Menu থেকে Revenue বাটনে ক্লিক করুন ।
যেমন আমি ৯৬০ নাম্বারে ক্লিক করলাম । আপনি এই পেইজে বায়ারের ইন্সট্রাকশন বা যেকোন লিংক এই পেইজে পাবেন এবং আপনি ও বায়ারকে মেইল দিতে পারবেন । এখন আপনার কাজ Complete হলে Deliver Completed Work বাটনে ব্লিক করে
সাবমিট করে দিন । ব্যাস আপনার কাজ শেষ । এভাবেই আপনাকে Seomarts জব পোস্ট দিবেন এবং কাজ Complete করবেন ।
তো ভালো থাকবেন সবাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।