আমাদের কথা খুঁজে নিন

   

Seomarts and Seocleks থেকে আমার জীবনের প্রথম ইনকাম সাথে ফ্রি বোনাস

সবাই কেমন আছেন ? আশাকরি ভালই আছেন   আমি ও অনেক ভালো আছি এবং আরো বেশী ভালো আছি  টেকটিউনস পরিবারের সাথে থাকতে পেরে কারন টেকটিউনস দেখিয়েছে আমার জীবনের পথচলা এবং অনলাইনে আয়ের সঠিক পথ । আমি দীর্ঘ ১ বছর ধরে অনলাইনে আয়ের জন্য অনেক কষ্ট করে যাচ্ছি কিন্তু সাধের পিটিসি তে শেষ করেছি প্রায় ছয় মাস । কিন্তু পিটিসিতে আমার ইন্টারনেটে খরচ ওঠাতে পারিনি  । অবশেষে আমার কিছু টেকি বড় ভাইদের কাছ থেকে ফেইসবুক ,টুইটার থেকে আয়ের কিছু টিউন পরে শুরু করি এবং সাথে এস ই ও কাজ শিখতে শুরু করি । কিন্তু আমি অবাক হলাম মাত্র সাত দিনের ইনকামে । আমি  Seomarts and Seocleks এ ১ হাজার ফেইসবুক লাইক ৫ ডলারের পোস্ট করি  এবং ২ দিনেই  অর্ডার পেলাম ১২০ ডলারের এবং বুকমার্কি এর পেলাম ২০ ডলারের  । আর ফেইসবুক লাইক  Addmefast এর মাধ্যমে কমপ্লিট করলাম  এবং জীবনের প্রথম  ইনকাম উইথড্র করলাম পেপাল এ ।
 
আমি ২টি  পেমেন্ট প্রূফ টি দেখুন ।

সর্বশেষে যারা ফ্রিল্যান্স কাজ করতে চান তাদেরকে বলব প্রথমে কাজ শিখুন টাকার কথা ভাববেন না কাজ পারলে টাকা আসবেই আর আঝে/বাজে কাজ থেকে বিরত থাকুন
Addmefast  থেকে লাইক সেল দিতে চাইলে এই টিউনটি দেখুন
Seomarts  এ কাজ জমা দেওয়া এবং পেমেন্ট উত্তোলনের জন্য দেখুন
ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।