আমাদের কথা খুঁজে নিন

   

ছড়ার ছড়া-ছড়ি, আসুন না ছড়া করি

...

এইখানে যা লেখা হবে সবকিছুতেই ছন্দ রবে তবে চলো ছড়া লিখি জানি তুমিও পারবে ঠিকই আজ কী কী করলে বলো কী কী আজ খাওয়া হলো? সব কিছুই বলবে হেথায় মিলতে হবে রেখো মাথায়। ছড়া ভারী মজার জিনিস এক দু'লাইনে করো Finish অল্পতেই বলো বেশি বেশি বললে হবে Messy জাপানীজ হাইকু ছড়া only three lines করা চলো তবে ছন্দ ধরি বাংলাকে আয়ত্ত্ব করি! [সংবিধিবদ্ধ সতর্কীকরণ: মন্তব্যেতে কথা মিলাইয়া চরণ করিতে হইবে বর্ণন অন্যথায় হইবে কর্তন।] অ-ছড়া ছড়াটি লিখেছিলাম দুইবৎসর আগে অ-কবির মনেও যখন ছন্দের ইচ্ছা জাগে ইহাই ছিলো মোর প্রথম কোনো ছড়া এর পর ছিলোনা আর কিছুই ছন্দ করা পরে একটি লিখেছিলাম পটল-আলু ব্লগে সময় করে তাও দিবো যদি ভালো লাগে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।