সরসিজ আলীমের ছড়া
ছড়াচিত্র
০১.
ঢেউ গড়ানো নদি
ভেসে যাওয়া নাও
রোদ বিছানো মাঠ
সুবাস মাখা বাও
০২.
নদির তটে বট
আকাশ জোড়া ছই
বটের মূলে বাঁশি
উদাস একা রই
০৩.
একা কাশের বন
উচ্চডালের পাখি
বনে লুকানো ছায়া
একলা ডাকাডাকি
০৪.
মত্ত বাদল দিন
গল্পে আষাঢ় বলা
ঘাস ফড়িং নাচ
রাজহংসীর চলা
০৫.
এই চাঁদটা ছবি
গভির হয় রাত
আলোর ঝিলিমিলি
ভোরটা শাদাভাত
০৬.
তোর মাঠের পথ
মাঠে ধেনুর পাল
শুকনো পাতা ঝরা
সাঁকোর তলে খাল
০৭.
কৃষক সারিসারি
জমিনের মালিক
গান তো জারিসারি
এক জোড়া শালিক
০৮.
ছেলেরা ছুটোছুটি
মেয়েরা আড়ে আড়ে
এই বেলা অবেলা
মনেরা মন কাড়ে
০৯.
হলুদ জলরঙ
আমাদের পুকুর
মাছরাঙারা বসে
নিঃসঙ্গ দুপুর
১০.
সন্ধার বাঁশবন
বিহঙ্গদের ঝাঁক
টিপটিপ আঁধার
চারপথের বাঁক
১১.
কাদায় পদছাপ
ডোবায় ডানকানা
ভীমরুলের চাক
গাছের বনিবনা
১২.
কপালে লালটিপ
লালরঙ খোলা পা
পথটা বেশদূর
কাকের বকের ছা
১৩.
কুয়োর মধ্যে ব্যাঙ
বৃষ্টি পড়ে কুয়োয়
মিস্ট্রেসের ছাতা
বিল্লি ল্যাজ দুলোয়
১৪.
মিয়া-বিবির ঘর
ছাদে উঠছে একা
ছাদে দোলে দোলনা
সুখ-দুখেরা সখা
১৫.
ছুঁ-বুড়ি কিত কিত
ঘর ছেড়ে উঠোন
ছেলেমেয়েরা সাথী
বুড়ো-বুড়ি নাচন
১৬.
তেলে ভরা শিশিটি
কুপোকাত বালতি
বরই গাছে পাখি
কারো হাতে গুলতি
১৭.
মাধবী জুঁই বেলী
পরষ্পরেরা সখা
গাঁথে ফুলের মালা
চখীর সাথে চখা
১৮.
ভদ্রঘরের মেয়ে
এ বিকেলের আলো
জানালাতে দাঁড়ায়
কেউ বেসেছে ভালো
১৯.
ঘুম পাড়াও-পড়ে
খোকাকে রাখো বুকে
দুধেভাতে নেইতো
আলোরা চোখেমুখে
২০.
বন্ধুরা ছেড়ে যায়
টাকার ভালে টিপ
পরাগ হাত ছোঁয়
মন গহনে দীপ
২১.
এ্যানা আমার বন্ধু
হীরাটা সোনাবউ
প্রেমিকা আছে কেউ
তাহার লাইগা মৌ
২২.
শিশুটি খেলা করে
পাশের বাড়ির সে
তুমি ইশারা লেখো
সে দূর থেকে হাসে
২৩.
নোলক ঝিকিমিকি
পায়ে মাখো শিশির
তোমাকে মনে পড়ে
চাঁদটা রূপসীর
২৪.
ধনী হলে মিথ্যুক
ছড়াকার হবো না
গলাবাজ হলো সে
দেশোদ্ধার হবে না
২৫.
সারাদিন বাইরে
খারাপ মন তার
কাজকাম কিছু না
মাথাটা ছেঁড়াতার
২৬.
শাপলা ভাসে তই
তাহার মন কাড়ে
মেয়েটির ভ্রু বাঁকা
বুকের বৃক্ষ বাড়ে
২৭.
হাত ধর হাত দে
নীলিমায় মেলে দে
পাখির মেলা ওড়ে
লাল মাখে হলুদে
২৮.
বুকের ঢেউ দেখো
কোমর দোলে দেখো
মাথামুতা নষ্ট হে
বৃষ্টি নাচছে দেখো
২৯.
দোয়ার বেশদূর
পাও বাড়ালে পাও
ঘর-দোয়ার বন্ধ
যেদিক মন যাও
৩০.
বারেক ফিরে চাও
গেলে গো তা-ধিন-তা
কাকের বাসায় ডিম
ডিমে কোকিলের ছা
৩১.
পেট ভরা বালুতে
বালু গু উগরাও
ইলিশ-পান্তা খাও
বোশেখে মেলা যাও
৩২.
বৌ বুকে টেনে লয়
প্রেমিকা পদ্মযোনি
বীর্য সে চেটে খায়
মেয়ে যে বিজ্ঞাপনী
৩৩.
জলের তলে মাছ
কলসী হেঁটে যায়
দিঘির জল ভালো
বাতাসে রটে যায়
৩৪.
ঘুড়ি উড়িতেছিলো
নাটাই হাতে নেই
নারীতে ভাসে মন
মন তো বশে নেই
৩৫.
পাতার পর লেখা
সাঁঝের তারা দোলে
পাহাড় ঘুম যায়
সকালে চোখ খোলে
৩৬.
আয়না দ্যাখে রেবা
ঘষে-মাজে ঘামাই
বড় ভাইয়া বলে
সে ঐশ্বরিয়া রায়
৩৭.
বিদ্যূত আসে যায়
যায় আর আসেনা
মন্ত্রির মগজে কী
এত তুচ্ছ ভাবনা
৩৮.
ইডেন বন্ধু কার
রাত জেগে থাকে যে
বন্ধুর হাত ধ’রে
উড়াবে গগণ সে
৩৯.
চেয়ারটা দখল
দেও টান চেয়ার
একবার বসলে
কাউকে না কেয়ার
৪০.
ছাত্রবন্ধু ভাইরে
সিঁড়ি বেয়ে উঠছি
লড়ায়ের কফিনে
শেষ কাঁটা ঠুকছি
৪১.
একজন আমলা
একবন্ধু লেখক
কার চেয়ে কে বড়
জনতার সেবক
৪২.
একবন্ধু কাছেই
আরেক বেশদূর
কার তরে মন গো
উত্তাল সমুদ্দুর
৪৩.
মাটির কারবারী
চিল-শকুন চোখ
দেশটা কিনেছে সে
জমিনও তার হোক
৪৪.
পেন্নাম মহাজন
শাড়ি খোলা মানা না
নোবেলটা পেলেন
টুটি ধরা মানা না
৪৫.
গাল ফোলানো মেয়ে
বৌয়ের ছোট বোন
চোখে ঠুলি বৌয়ের
দলেছি কাশবন
৪৬.
হাত মেরেছি তাকে
মেয়েটা খান খান
আমি তার প্রেমিক
সব্বাই সরে যান
৪৭.
ভাবীর ঘর একা
ঘরেতে দীপ নেই
রাতের মেহমান
আঁধারে মানা নেই
৪৮.
মেঘেরা খেলোয়াড়
সূর্যটা ফুটবল
আকাশ ময়দান
দেখছে ফুলদল
৪৯.
ঘরে থাকে চড়ুই
আমরা ফুটপাতে
মেয়েরা ফুল হাতে
পথে নামে ফি-রাতে
৫০.
ঝিঁঝির ঝাঁক ওড়ে
মন খারাপে মেতে
পাহাড়ে একা যাই
ঝর্ণাজলে খেলতে
৫১.
মাছের লেজ দোলে
খলবলায় বুকে
ধরতে না পারার
গোপন সে সুখ যে
৫২.
ঝুলে আছি বাদুড়
ঝরতে আছে পাতা
লেজ গুটিয়ে দৌড়
ভল্লুকের গোঁফে তা’
৫৩.
উচ্চদেয়ালে ঘেরা
লাল ওহে বিপ্লব
র্যাব তাড়ায় তোকে
শাদা কামনা সব
৫৪.
সামনে আছো যারা
যতনে রাখো পাও
পা হড়কে গেলেই
পিপিলিকার ছাও
৫৫.
বিদ্যূত না থাকাতে
ফুটবল খেলছি
অনেক খেলোয়াড়
ঘরেই মেড হচ্ছি
৫৬.
মেয়র বাস করে
গর্ব হাজার পৃষ্ঠা
ঢাকা এই শহরে
গাও-গতরে বিষ্ঠা
২৩.০৩.২০১০ > - <
২৭.০৩.২০১০, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।