"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.।" শাহবাগ চত্বর ! চারদিক থেকে ছুটে আসা সড়কের চিরচেনা সঙ্গম; আজ নতুন ইতিহাসের আঁতুড় ঘর। এখানে আজ জেগেছে বাংলাদেশ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে, মশালে, মিছিলে, শান্ত নদীর বুক আজ উথলে উঠেছে প্রতিবাদের কল্লোলে.. ফাঁসি চাই ! ফাঁসি চাই!! খুনি রাজাকারের ফাঁসি চাই, বলে এখানে যারা এসেছে তারা ভালবাসে সাতই মার্চের দৃপ্ত বজ্রকন্ঠ, তারা ভালবাসে কালুরঘাটের সাহসী ইতিহাস তারা ভালবাসে লাল সবুজের দুরন্ত উচ্ছাস। এখানে যারা এসেছে তারা হিন্দু নয়, মুসলিম নয় বৌদ্ধ নয়, ক্রিষ্টিয়ান নয়, নয় পুরুষ কিংবা নারী ; তারা সবাই শুধু বাংলাদেশী ত্রিশ লক্ষ শহীদের রক্তঋনে জাগ্রত উত্তরসূরী। এখানে যারা এসেছে তাদের জন্ম বায়ান্নর রক্ত মিছিলে, একাত্তরে অগ্নি জরায়ুতে, তাদের জন্ম মুক্তিযোদ্ধা পিতার ঔরষে এক খন্ড শাহবাগ আর একটি বাংলাদেশ আজ মিলেমিশে একাকার রাজাকার, আল-বদর, আল-শামস এবার তোরা পাবিনা পার। শোনিতে আজ লেগেছে আগুন , পিশাচের রেহাই নাই, রেহাই নাই জন সমুদ্রে বুলন্দ আওয়াজ, ফাঁসি চাই ! রাজাকারের ফাঁসি চাই!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।