আমাদের কথা খুঁজে নিন

   

আজ চারণ কবি মোনাজাত উদ্দিনের ১৩তম মৃত্যু বার্ষিকী



মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ চারণ কবি মোনাজাত উদ্দিন ১৯৯৫ সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান। আজ তার ১৩তম মৃত্যবাষিকী। ১৯৪৫ সালের ১৮ জানুয়ারী রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের এক গ্রামে জন্ম গ্রহন করেন মোনাজাত উদ্দিন। উত্তর জনপদের অত্যন্ত সৎ, নিষ্ঠাবান সাহসী, শ্রমনিষ্ঠ, ও নিবেদিত প্রান সাংবাদিক মোনাজাত উদ্দিন আজ আমাদের মাঝে নেই। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আজকের এই দিনে প্রমাত্ত যমুনা নদীতে ড্রেজিং পয়েন্টের ছবি তুলতে গিয়ে আকস্মিকভাবে পড়ে পানিতে ডুবে মারা যান।

মোনাজাত উদ্দিন সাংবাদিকতা জগতে এক সুপরিচিত নাম। তিনি । অবহেলিত গ্রামের খবরকে জনপ্রিয় করে তুলেছেন। শেকড়ের সন্ধানে তিনি পায়ে হেটে মাইলের পর মাইল ছুটেছেন। তার লেখনীতে অকৃত্রিম বাংলার চিত্র ফুটে উঠেছে।

১৯৬৬ সালে সর্বপ্রথম তিনি দৈনিক আজাদ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর নিজের প্রকাশনায় দৈনিক রংপুর প্রকাশিত হয়। এছাড়া পূর্বদেশ, সংবাদ (১৯৭৬) ২০ বছর কাজ করেন। ১৯৯৫ সালে তিনি সংবাদ ছেড়ে জনকন্ঠ পত্রিকায় যোগদান করেন। তার উল্লেখযোগ্য লেখাগুলো হলো সংবাদের নেপথ্য, পথ থেকে পথে, কানসোনার মুখ, নিজস্ব রিপোর্ট, অনুসন্ধানী প্রতিবেদন, কাগজে মানুষেরা ও নরনারী।

তিনি জীবদ্দশায় ও মরনোত্তর কিছু সম্মাননা ও পুরস্কার লাভ করেন। আজকের এই দিনে অনুজ হিসেবে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।