আমাদের কথা খুঁজে নিন

   

হৃদি ভেসে যায় অলকানন্দা জলে! --জয় গোস্বামী

আমার হবেনা আমি বুঝে গেছি!!

হৃদি ভেসে যায় অলকানন্দা জলে! অতল তোমার সাক্ষাত পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে করো আনন্দ আওয়োজন করে পড়ো লিপি চিত্রিত লিপি আঁকাবাকাঁ পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো করেছো অতল; করেছিলে ; পরে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল---ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে; --'পড়ে রইল যে!' পড়েই থাকতো---সে-লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।