জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
জাবেদ ইকবাল:
তিনি ছোটবেলা থেকেই খুব সাজতে পছন্দ করতেন। একদিন দুপুরে বাসার সবাই ঘুমিয়ে ছিল। কিন্তু তিনি মায়ের শাড়ি পরে লিপিস্টিক লাগিয়ে বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন।
আর এই দৃশ্যটা তার মা দেখে ফেললে তিনি লজ্জায় লাল হয়ে যান। এভাবেই নিজের উপস্থাপিকা হবার পিছনের গল্প বলছিলেন এটিএন বাংলার জনপ্রিয় উপস্থাপিকা হৃদি।
মা-বাবা দুজনই সাংস্কৃতিক মনমনা হওয়ার সুবাদে ছোটবেলায় নাচের স্কুলে ভর্তি হন। আর এই নাচের স্কুলে আজকের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, ঈষিতা ও তারিনরা নাচ শিখত। এ প্রসঙ্গে হৃদি মজা করে বলেন,আপুরা তখন আমাকে ডীম ডীম বলে ্যাপাত।
অবশ্য রাগ করতাম না বরং ভালই মজা পেতাম। কাস এইটে থাকাকালীন সময়ে একুশে টিভির একটি নাচের অনুষ্ঠানের প্রায় ১৫০ জন প্রতিযোগীর মধ্য থেকে তাকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু সেখানে বিপত্তি বাধাঁয় তার বয়স। অবশ্য পরে তাকে শাড়ি পরে উপস্থাপনা করতে বলা হয়। ভালই চলতে থাকা এই নাচের অনুষ্ঠান মাত্র সতের পর্ব প্রচারের পর একুশে টিভি বন্ধ হয়ে যায়।
পরে লেখাপড়ার চাপে প্রায় তিনমাস কোথাও কাজ করেননি। তিনমাস পর হঠাৎ একদিন ডাক এলো এটিএন বাংলায়। একটি সিনেমা বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করতে নির্দেশ দেয়া হয়। খোদ নিজে সালমান শাহের অ›ধভক্ত হলেও তার মৃত্যুও পর তেমন ছবি দেখতেন না। তাই অনেকটা অ¯—ৃতি নিয়ে অনুষ্ঠানের উপস্থাপনা শুর“ করেন।
নাচের শিল্পী হয়েও সিনেমা বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা এ প্রসঙ্গে হৃদির কথা, “প্রথম দিন আমার অনেক টেনশন কাজ করছিল। কারণ নাচ স¤^ন্ধে আমি জানতাম,কিন্তু সিনেমার ধারণা তেমন ছিল না। তবে ওই দিন ফেরদৌস ভাই আমাকে অনেক সহযোগিতা করেছিল। তাছাড়া আমার মধ্যেই কখনোই ক্যামেরাভীতি কাজ করত না ”। আসলেই তাই নতুন অনেকের মাঝে ক্যামেরাভীতি কাজ করে আর সেখানে হৃদি অকুতো র্নিভয়ে টানা বার বছর এই সিনেমার অনুষ্ঠানের উপস্থাপনা করে যাচ্চেন।
তাছাড়া এটিএন বাংলার লাইভ,ফ্যাশন,টিনএজ ও অন্যান্য অনুষ্ঠানেরও উপস্থাপনা করছেন। একজন উপস্থাপক বা উপস্থাপিকার কি কি গুণ থাকা দরকার এ প্রশ্নের জবাবে হৃদি বলেন,“শিাগত যোগ্যতা, উচ্চারণ, বাচনভঙ্গি থাকা আবশ্যক। তবে মেয়েদের জন্য হালকা গ্যামার থাকা জর“রি ”। মাঝে কিছুদিন নাটকেও কাজ করেছিলেন কিন্তু লেখাপড়ার চাপে তেমন কাজ করা হয়ে উঠেনি। তুখোড় মেধাবী এই উপস্থাপিকা বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে মাস্টার্স করছেন।
তবে সদা সৃষ্টিশীল কর্মচেতনা এই মানবী রাজনীতিতে যুক্ত হয়ে দেশের সেবা করতে চান। নিজের চিš—া চেতনার মাধ্যমে দেশের মানুষের সুখে-দুখে তাদের পাশে দাঁড়ানোই তার একমাত্র ল্য উদ্দেশ্য
সাপ্তাহিক মিডিয়া ভুবন
তারিখ:১৭-১০-২০১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।