আমাদের কথা খুঁজে নিন

   

ফকরু মামা আমারে 'না-ভোটার' বানায়া দিলো!

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা...

না ভোট দিতে বাধ্য হইতাছি। বাধ্য হইতাছি এই কারনে যে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে যারা নিজেদেরকে চেনায় তারাও এবার স্বৈরাচার আর যুদ্ধাপরাধীদের নিয়ে জোট বানছে। জিয়ার সুনাম রক্ষা দূরের কথা বি.এন.পি এবারও নির্ভেজাল রাজাকারদের নিয়ে ভোট ব্যবসায় নেমে গেছে। ফকরু মামার ফক্করবাজি আর নিজের পশ্চাৎদেশ বাঁচানোর বেহায়াপনার শেষ দেখে আমি চরমতর হতাশ। জাল ফেলে বোয়াল, পুঁটি ধরার দরকারটা কি ছিলো? আমরা আবাল আমজনতা এসব দেখি আর বাল ছিরি।

সন্ত্রাস বাড়ানোর মিশন নিয়ে বাললীগ এবার নির্বাচনে আইতাছে। এটা একপ্রকার নিশ্চিত। আমি ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের মতোন সুবিধাবাদি নই। তাই বাললীগ আর বেআনপিরে ভোট দিতাছি না। বাললীগরে ভোট দিমুনা কারণ আমি বাললীগ আর জেমাইতি এসলাম এর মধ্যে কোনো তফাৎ দেখিনা।

দুই দলই প্রচন্ডরকম আক্রমনাত্মক এবং দুদলের স্বভাব রাস্তার ন্যাড়ি কুত্তার মতো। না-ভোটের সাথে আছি এবং না-ভোট নিয়ে চুলকানিকন্যা শেখ হাসিনার মিথ্যাচারের প্রতিবাদ জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।