ফকরু মামা মানুষটা কিন্তু খারাপ না। হয়তো উনি born leader না, মাগার কিছু try তো করলেন! রাজনৈতিক সরকার থাকলে যে গত দুই বছরে চালের দাম ২০ টাকা থাকতো তা আমার মনে হয় না।
আমি কিন্তু নির্বাচন চাই। কারন ফকরু মামা যা পারলেন না দেখতে চাই নতুন দল তা কেমনে করে! আর আজ হোক কাল হোক আমাদের তো পলিটিক্যাল সরকারেই যাইতে হবে।
But আমার আজকের লেখার উদ্দেশ্য একটাই,
ফকরু মামারে মন থেকে thank you দেয়া। last দুই বছর আমি comperatively রাস্তাঘাটে নিরাপদ feel করছি, পাড়ার পাতি মাস্তানদের ভাব দেখতে হয় নাই, Newspaperগুলাতে খুন ধর্ষণের চেয়ে দেশ নিয়ে strategic আলোচনা বেশি হয়েছে। caretaker govt একটু ভীতু ছিলো ঠিকই, আর এজন্যেই আমার মনে হয়েছে উনাদের মোটিভ খারাপ ছিল না।
হাসিনা খালেদা মরে না কেন? নিজামি হারামজাদারে কেউ মারে না কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।