আমাদের কথা খুঁজে নিন

   

"খোদা তোমার কাছে লাক্ষ কোটি শুকরিয়াহ্ যে পাকিস্তানী বানায়ে দুনিয়াতে পাঠাও নাই"

দেশকে ভালবাসি, কিন্তু দেশের জন্য কিছুই করতে পারি নাই বলে, নিজেকে খুব ছোটলোক ভাবি

১. জুন,২০০৩। নেট চ্যাটের মাধ্যমে পাকিস্তানের একজনের সাথে পরিচয়। আমি জানতাম না যে সে পাকিস্তানী। কিছু দিনের মধ্যেই আমাদের চমৎকার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু যেদিন জানতে পারি সেদিন থেকেই আর তার সাথে আমি আমার স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যেতে পারছিলাম না।

কেন জানি আমি খুবই অস্বস্তি বোধ করতাম। তাই এড়িয়ে এড়িয়ে চলছিলাম। ব্যাপারটি বুঝতে তার খুব একটা বেগ পেতে হলনা। আমাকে সরাসরিই জিগ্গেস করল --"তোমার কি কোন সমস্যা ? ইদানিং কেমন জানি অন্যরকম মনে হচ্ছে ? তুমি কি আমাকে একটু খুলে বলবে কি হয়েছে তোমার? আমাকে তুমি নির্দিধায় বলতে পার। আমি কিছুই মনে করব না।

হয়ত আমি তোমাকে সাহায্যও করতে পারব। বলবে আমাকে কি হয়েছে?" -- "না তেমন কিছুনা। এমনি। খুব ব্যস্ত থাকি তো! তাই তোমার এমন মনে হচ্ছে!" -- "উ-হু..। কিছু একটা তো হয়েছেই!" আমি যতই এড়িয়ে যাবার চেষ্টা করছিলাম সে ততই যোড়াযোড়ি করছিল।

তাই বাধ্য হয়েই এক সময়ে তাকে বল্লাম --"দেখ তুমি বিষয়টাকে অন্য ভাবে নিয়ও না। "পাকিস্তান" শব্দটা আমার জন্য খুবই স্পর্শ কাতর। আমি খুবই অস্বস্তিবোধ করি। আমার মাথা গরম হয়ে যায়। কি বলতে কি বলব।

শেষে তুমি দুঃখ পাবে। আর আমি চাই না আমার কোন কথা কারও মনে আঘাত লাগুক। " --"ওহ! '৭১ এর যুদ্ধ। তোমরা এখনও বিষয়টাকে মেনে নিতে পারছনা... না? জান আমরা সাধারন পাকিস্তানিরা কিন্তু অনেক লজ্জিত ঐ ওয়ারের কারনে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না! বাবার কাছ থেকে শুনেছি ঐ সময়ে সাধারন পাকিস্তানি জনগন কিন্তু সেই জেনসাইটকে কেউ কোন ভাবেই সমর্থন করেনি।

কিন্তু ঐ সময় পাকিস্তানে এমন এক সামরিক সরকার ছিল যাদের রুকবার মত কেউ ছিল না? এর জন্য এখনও অনেক বাংলাদেশিদেরকেই আমি দেখেছি আমাদের সাথে কথা বলে ঘৃনা নিয়ে। খুবই খারাপ লাগে। অপমান বোধ হয়!!" --"পাকিস্তান সরকার কিন্তু এর জন্য আমাদের কাছে কখনও ক্ষমা চায়নি। এবং আমাদের দেশের যে সম্পদ লুটে নিয়ে গেছো তোমরা তার নায্য পাওনাও দেয়া হয়নি। আর সমস্যা শুধু যে এত টুকু তা তো না।

এখনও অনেক পাকিনস্তানি আছে যারা আমাদের স্বাধীনতাকে সামান্য সম্মানটুকুও প্রদর্শন করে না। উপরন্তু উপহাস করে!!! আর ওটা ভারতের চাল বলে মনে করে" --"তুমিতো দেখিছি রেগে যাচ্ছ?" --"তোমাকে আগেই বলেছিলাম। এই বিষয়টা নিয়ে কথা না বলাই ভাল" --"তুমি জান আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড একজন বাংলাদেশি? এবং সে ঢাকায় থাকে!!" --"খুবই ভাল কথা। কিন্তু সেটা আমার জন্য খুবই কষ্টকর" --"আচ্ছা! তো তুমি আমার সাথে আর কথা বলতে চাচ্ছোনা! এই তো। বিষয়টা আমার জন্য খুবই ইনসাল্টিং!" --"তার জন্য দুঃখত।

কিন্তু আমি নিরুপায়। আমার পক্ষে সম্ভব না। " --"ঠিক আছে। ভাল থেক। মেইল করতে পার যেকনো সময়।

যখন ইচ্ছে। আমিও করব যদি তুমি কিছু মনে না কর। " --"হ্যা! অবশ্যই। তুমিও ভাল থেক। " ২. আমাদের দেশে এখনও অনেক মুরুব্বী আছেন যারা পাকিস্তান থেকে ভেঙ্গে নতুন রাষ্ট্রের জন্ম নেয়াকে ভাল চোখে দেখেন না।

তারা আজও বিশ্বাস করেন যদি আমরা পাকিস্তান থাকতাম তাহলে কত শক্তিশালী দেশ হতাম। আসলেই কি তা হতোম ? নাকি একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বিকৃতির ভাগিদারি হতাম। ইংল্যান্ডে আইন করা হয়েছে কেউ "পাকি" বলে কাউকে গালি দিলে তাকে জরিমানা অথবা গ্রেপ্তার করা হবে। হাস্যকর হলেও সত্য। সমস্যা কত গুরুতর হলে একটি দেশের সরকারকে এই ধরনের একটি আইন প্রণয়ন করতে হয়।

মুম্বাই বোমা হামলা সহ, লাদেন বাহিনীকে সহায়তা করা, মুসলিম জঙ্গী বাহিনী লালন, অস্র চোরাকারবারি, রাজনৈতিক নেতাদের গুপ্ত হত্যা, ক্রিকেটে রেকর্ড সংখ্যক খেলোয়ারদের টেম্পারিং এর অভিযোগে অভিযুক্ত হওয়া... হেন অপরাধ নেই যার সাথে পাকিস্তান রাষ্ট্রের যোগসুত্র নেই। আজ যদি আমরাও পাকিস্তানী থাকতাম এই সব দায় ভার আমাদের উপরও এসে পড়ত! শুধুকি তাই! হয়ত মুম্বাই বোমা হামলা হবার পর পরই ভারত সবার আগে আমাদের দিকে তাক করে তার পাল্টা জবাব দিত। ভাগ্য মাগো জন্মেছি এই দেশে। অবাক হই! আমাদের দেশে অনেক উদার মনের মানুষ আছেন যাঁরা, "মুসলিম ব্রাদারহুডে" প্রচন্ড ভাবে বিশ্বাসী। তারা মনে প্রানে বিশ্বাস করেন "মুসলমান মুসলমান ভাই ভাই"।

এবং সেটা হওয়াটাই মনে করি স্বাভাবিক। পাকিস্তান মুলসিম রাষ্ট্র বিধায় তারা তাদেরও সমর্থন করেন। হয়ত সেটা বাঁকা চোখে দেখবার কোন কারনও নেই। তাই ক্রিকেট খেলায় আজকাল আমাদের দেশে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক সংখ্যাও অনেক। মাঝে মাঝে বাড়ির ছাদে পাকিস্তানের পতাকাও চোখে পরে।

খেলাধুলার সাথে রাজনিতীর কোন সমপর্ক নেই। সেটা খোলা মন মানসিকতারই প্রমান বহন করে। বাস্তবিক অর্থে সেটাই যুক্তিযুক্ত। তবে এটাও ঠিক যে ঐ পতাকার হাওয়া বয়ে নিয়ে বেড়াচ্ছে এদেশের লক্ষ লক্ষ শহীদের রক্ত, বুকফাটা আর্তনাদ, অত্যাচারের চিৎকার, ব্যভিচারের হাহাকার, গলিত লাশের বিষাক্ত দীর্ঘশ্বাস আর অনেক অনেক কষ্টের নোনা জল। সেই দেশ কিভাবে শান্তি পাবে বলে আশা করে? অভিশপ্ত না হয়ে কোন উপায় আছে ? এই একটি বিষয়েই নিজেকে খুবই কট্টর বলে মনে হয়।

যতই নিজেকে উদার করার চেষ্টা করিনা কেন পাকিস্তান প্রসঙ্গ এলেই, মনের সেই বাঁধ ভাঁঙ্গার আওয়াজ কেন জানি আর শুনতে পাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।