আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার স্বাদ

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

কবিতা আর ভালো লাগে না। সব কবিতাই একরকম মনে হয়। আমার কবিতা আর পরের কবিতায়ও দেখি অভিন্ন স্বাদ, শাদাটে, বড্ড বৈচিত্র্যবিহীন। কবিতা কি চিরকাল এমনই ছিল? অহনাও আজকাল কবিতা লেখে; শুধু তাই নয়, কারও কারও কবিতায় বিদগ্ধ মন্তব্য ঝাড়ে। ওর কথা শুনি আর মনে মনে মুচকি হাসি : সবাই সুনিপুণ কবি বনে যেতে থাকে; আমি প্রেমহীন বেঁচে থাকি, কবিতাহীন বেঁচে থাকি; অহনার ক্রূরকথা আজকাল বুকেও বেঁধে না হায়! কবিতামঞ্চে বহুদিন আনাগোনা হয় না তেমন। সবিশেষ ব্যাখ্যা কীইবা থাকে : অহনাহীনতা কিংবা কবিতাবিমুখতাই মুখ্য কারণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।