মানুষের জীবনের ঢের গল্প.......
"মানব জীবনের রুটিনের মধ্যে ঘুম হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ন একটা বিষয়"(বাবা বলে)
ঘুম নিয়ে বিখ্যাত সব রয়েছে নানা কথা।
টমাস আলভা এডিসন ঘুমকে মনে করতেন সময়ের অপচয়। তিনি প্রতিদিন মাত্র চার ঘন্টা ঘুমাতেন।
আইনস্টাইন আবার উল্টা তিনি ১০ ঘন্টা না ঘুমালে কাজ করতে পারতেন না।
বিখ্যাত স্যামুয়েল জীবনে কখনো ভাল ভাবে ঘুমান নি।
ঘুমাতে যে চাইতেন না এমন কিন্তু নয়। তার অনিদ্রা রোগ ছিল। তাই হতাশ হয়ে ঘুমের সময়টাকে পড়াশোনার কাজে লাগতে শুরু করলেন। হয়ে ুঠলেন নিউইয়র্ক কলেজের বালক পন্ডিত। না ঘুমানোর কারনে তার শরীর ভেংগে পরে নি।
আর সফলতা??? ২১বছর বয়েসে ৭৫হাজার ডলার আয় করেন তিনি। ৮১ বছর বেঁচে ছিলেন।
আমারা জীবনের প্রায় ১/৩ সময় ঘুমিয়ে কাটাই। আথচ আমরা কি জানি ঘুম কি????
..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।