জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো ১) বাংলাদেশের সকল প্রগতিশীল দাবিকারী টিভি চ্যানেলগুলো কোথায় ? শুধু লোক টানেতে টক-মিষ্ট শো করে কি হবে ? শাহবাগের আন্দোলন কেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে না ? জানতে চেয়ে রুল জারি করা হল ।
জনতা বিচারক । সারা বাংলাদেশের মানুষকে প্রকৃত ঘটনা জানানোর জন্য হলেও টিভি চ্যানেলগুলোক এগিয়ে আসতে হবে এক্ষুনি ।
বি:দ্র : জনাব এটিএন মালিক ,, আপনারও পচা মুখে কথা ফোটানোর টাইম আসছে ।
২) দেশের নোবেল বিজয়ী , ম্যাগসেইসে বিজয়ী, আন্তর্জাতিক পদক বিজয়ী, বুদ্ধিজীবীরা, আইনজীবীরা, খেলো্য়াড়, শিল্পী, যারা সংবাদপত্রের পাতায় থাকেন তারা , যারা দেশের মানুষের কাছে , ছাত্র জনতার কাছে আদর্শ হয়ে আছেন , তাদের প্রতি অনুরোধ , মুখোশটাকে ঝেড়ে ফেলে প্রমাণ করুন আপনিও রাজাকারদের ফাসি চান । আপনাদের অনুজদের সাথে মিশে যেতে চান দেশের একজন সাধারণ মানুষ হয়ে ।
আপনি কারো হাতের পুতুল নন । তাতে আপনাকে আদর্শ মেনে চলা হাজার তরুণ ও শাহবাগের রাস্তা খুঁজে পাবে ।
৩) সেনাবাহিনী, বিমান বাহিনী , ণৌবাহিনী , পুলিশ , বিজিবি , সব রাষ্ট্র নিরাপত্তা বাহিনীর সকল অফিসার এবং সদস্যদের কাছে অনুরোধ , আপনাদের নৈতিক সমর্থন এই তরুণদের হাজারগুন টগবগে করে তুলতে পারে রাষ্ট্রকাঠামোতে সংগঠন হিসাবে বলা যায় না , সমর্থন করা যায় না এসব কথা কাগজে খাটে । একবার চেয়ে দেখুন সারাটা দেশ আজ কিসের আশায়, কিসের নেশায় মেতে উঠেছে । এই তরূণদের হাতেই আমাদের বাংলাদেশ সেকথা ভুলে যাবেন না ।
কোর্ট আদালত কিচ্ছু নাই ।
রাজাকারের বিচার চাই।
sudipto
china
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।