আমাদের কথা খুঁজে নিন

   

কলিকাতা হারবাল... ও বাদশাহ শাহজাহান


বৃহস্পতিবার রাত ১০.১৫তে উত্তরা বিমান বন্দরে নামলাম। যাব ফার্ম গেট। এত রাতে সিএনজি বা ক্যাব নেবার সাহস হলনা। পাবলিক বাসে উঠলাম। মিনিবাসটার কাঁচে সাঁটা বাহারি বিজ্ঞাপন: কলিকাতা হারবাল মেডিসিন..(বাকিটুকু মনে নাই) এখানে নানা জটিল রোগের ১০০% গ্যারান্টি সহ চিকিৎসার নিশ্চয়তা দেয়া হয়েছে।

যা হোক, যে ব্যাপারটা দৃষ্টি কাড়ল সেটা হল বিশাল স্টিকারের এক পাশে তাজমহলের ছবি ব্যবহার করা হয়েছে। অনেক ভেবেও এই বিজ্ঞাপনের সাথে তাজমহলের সম্পর্ক স্থাপন করতে পারলামনা। যদ্দুর জানি তাজমহল কলিকাতায় নেই, আবার এখানে ঠিকানা দেয়া হয়েছে শনির আখড়া বাসস্ট্যান্ড যেখানেও তাজমহল নেই (বর্তমান বাংলার তাজমহল যা আমাদের গর্বের / গর্ভের বিষয় তাও সোনারগাঁয়ে )। তাইলে তাজমহল এখানে কি করতেছে? br /> অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্তে উপনিত হলাম। তাজমহল ছিল সম্রাট শাহজাহান আর মমতাজের প্রেমের নিদর্শন।

ঐতিহাসিকদের মতে মমতাজ মহলের মৃত্যু ঘটেছিল অপরিকল্পিত ভাবে বাদশাহের মর্দের বহিঃপ্রকাশের কারণে (তিনি অপরিনত বয়সে একের পর এক চৌদ্দটি সন্তানের জন্ম দিতে গিয়ে জীবনিশক্তির ঘাটতির ফলে মৃত্যুবরণ করেন)। আমার মনে হল এখানে চিকিৎসা নিলে পুরুষগন বাদশাহ মোগল সম্রাট শাহজাহানের মত অফুরন্ত ...শক্তি লাভ করতে পারবে ইনশাল্লাহ্ । আর এটা মাথায় রেখেই তাজমহলের কথা স্মরণ করা হয়েছে। (কিন্তু মমতাজ মহলদের কি হবে এ বিষয়ে বলা সমীচিন হবেনা)।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।