কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
সামহোয়্যার ইন কর্তৃপক্ষরে ধন্যবাদ জানাইতে এই পোস্ট করতেছি...একটা কম্যুনিটি ব্লগের সদস্যদের চাওয়ারে সম্মান জানাইয়া যুদ্ধাপরাধীগো বিচারের দাবী আর ভোট প্রদানের ক্ষেত্রে যুদ্ধাপরাধী প্রার্থীগো নাকচ করনের আহ্বান জানাইতে তারা কার্পণ্য করেন নাই। নির্বাচনের বিষয়টা একটা সমসাময়িক বিষয় হওয়াতে এর গুরুত্ব হয়তো নির্বাচনের পর হারাইয়া যাইবো, কিন্তু এই দেশের মানুষের প্রাণের দাবী যুদ্ধাপরাধীগো বিচার যদ্দিন সমাধিত না হয় তদ্দিন সামহোয়্যার ইনের প্রথম পাতায় দেখতে চাই।
যুদ্ধাপরাধীগো বিচারের প্রতিশ্রুতি অনেক রাজনৈতিক দল তাগো নির্বাচনী মেনিফেস্টো নামক শোকেসে সাজায় নির্বাচন আসলেই...ক্ষমতায় গেলে সেই প্রতিশ্রুতির গায়ে ধুলা জইমা কোথায় যায় সেইটাও আমরা দেখছি। কেবল জনগণের মিলিত শক্তিই পারে এই সব ধান্দাবাজ ভোটকেন্দ্রীক রাজনৈতিক দলগুলিরে শায়েস্তা করতে। আর যারা যুদ্ধাপরাধীগো সাথে নিয়া নির্বাচন জয়ের স্বপ্ন দেখে, তাগোরেও পরিত্যাগ করতে হইবো প্রয়োজনে।
নির্বাচনকেন্দ্রীক প্রধান দুই দলেই এখনো যুদ্ধাপরাধীরা মনোনয়ন পাইয়া নির্বাচন করতেছে সেইটা সচেতন মানুষ মাত্রেই জানে। মহাজোট থেইকা শরিক দলের দুই যুদ্ধাপরাধীরে বাদ দিলেও আওয়ামি লীগের যুদ্ধাপরাধী জন পারিবারিক সহমর্মীতা পাইয়া স্বমহিমাতেই আছেন...আর চারদলতো আদর্শগত ভাবেই যুদ্ধাপরাধীগো বিচারের বিরুদ্ধে...এই পরিস্থিতিতে সামহোয়্যার ইন কর্তৃপক্ষ সাধারন ব্লগারগো লগে আছেন জানতে পাইরা আনন্দিত হইছি।
আবারো ধন্যবাদ জানাই সামহোয়্যার ইন কর্তৃপক্ষরে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।